You will be redirected to an external website

বিশ্ব রেকর্ড গড়তে প্রস্তুত অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষেরও বেশি প্রদীপে সাজছে রাম মন্দির

The much-awaited Deepavali festival (Deepotsav) begins in Ayodhya from today, commemorating the return of Lord Shri Ram to his home.

বিশ্ব রেকর্ড গড়তে প্রস্তুত অযোধ্যা

 ভগবান শ্রী রামের ঘরে প্রত্যাবর্তনকে স্মরণ করে আজ থেকে অযোধ্যায় শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত দীপাবলি উৎসব (Deepotsav)। এই বছর এই উৎসবটি ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে, কারণ প্রদীপ জ্বালানোর মাধ্যমে তৈরি হতে চলেছে বিশ্ব রেকর্ড।এই বছর 'রাম কি পৌড়ি' এবং ৫৬টি ঘাটে রেকর্ড ২৬ লক্ষেরও বেশি (২৬,১১,১০১টি) প্রদীপ জ্বালানো হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতে, এই অসাধারণ দৃশ্যটি দেখলে শুধু চোখ জুড়াবে না, কোটি কোটি মানুষের মনকে ভক্তি ও শ্রদ্ধায় ভরে দেবে।

গত বছরের রেকর্ড ভেঙে এবার ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানোর প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্বেচ্ছাসেবকরা। এই বিশাল কর্মকাণ্ডে ১০,০০০-এরও বেশি মানুষ জড়িত আছেন।

প্রদীপে সলতে এবং তেল ঢালার কাজ আজ থেকেই শুরু হচ্ছে এবং সন্ধ্যায় প্রদীপগুলি জ্বালানো হবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অ্যাডজুডিকেটর রিচার্ড স্টেনিং জানান, রেকর্ড প্রচেষ্টার জন্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অংশগ্রহণকারীদের ট্র‍্যাক করার জন্য কিউআর কোড স্ক্যান করা হচ্ছে।

পুরো এলাকাটিকে ছোট ছোট জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে দু'জন করে স্টুয়ার্ড থাকছেন, যারা নিশ্চিত করবেন যে সমস্ত প্রদীপ সঠিকভাবে জ্বালানো হয়েছে। যদি কোনও প্রদীপে ত্রুটি থাকে বা জ্বালানো না হয়, তবে তা মোট সংখ্যা থেকে বাদ দেওয়া হবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The demand for President's rule was raised at the meeting of Subhendu at Patharpratima. There was a voice from the crowd. Read Next

'আমার হাতে ক্ষমতা থাকলে এ...