You will be redirected to an external website

কলকাতায় আরও কমবে তাপমাত্রার পারদ! বড়দিনে জাঁকিয়ে শীত অনুভব করবে রাজ্যবাসী

The strong presence of winter that was felt across the state in early December was temporarily dampened by the influence of the western storm.

কলকাতায় আরও কমবে তাপমাত্রার পারদ

ডিসেম্বরের (December) শুরুতে রাজ্যজুড়ে শীতের (Winter) যে জোরালো উপস্থিতি অনুভূত হচ্ছিল, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাতে সাময়িক ছন্দপতন ঘটেছিল। তবে আবহাওয়া দফতরের (Weather Office) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সেই প্রভাব এখন পুরোপুরি কেটে গেছে। ফলস্বরূপ ফের নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা (Temperature), আর তার সরাসরি প্রভাব পড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’ থেকে তিন দিনে আবহাওয়ায় কোনও উষ্ণতার ইঙ্গিত নেই। বরং দক্ষিণবঙ্গে পারদের পতন আরও স্পষ্ট হবে। কলকাতায় ইতিমধ্যেই ঠান্ডার দাপট টের পাওয়া যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বাড়বে (Kolkata Weather)।

উত্তরবঙ্গে শীতের দাপট (Winter) আগেই জাঁকিয়ে বসেছে। এবার সেই ঠান্ডার রেশ পৌঁছচ্ছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। গত কয়েক দিনে একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আরও প্রায় দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে এক অঙ্কে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েক দিন পশ্চিমী ঝঞ্ঝা শীতের গতি আটকে রেখেছিল। এখন সেই বাধা সরে যাওয়ায় রাজ্যজুড়ে ঠান্ডা বাড়বে। ২৫ ডিসেম্বর থেকে শীতের আমেজ আরও জোরালো হবে। ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত সব জেলাতেই তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে।

তবে রবিবার থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। খুব বেশি পারদ নামার সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বলে পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঠান্ডায় কাবু সাধারণ মানুষ। দিনভর উত্তুরে হাওয়া ও ঘন কুয়াশার দাপট রয়েছে। তার মধ্যেই আরও তাপমাত্রা পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’দিনে একাধিক জেলায় পারদ আরও দু’ডিগ্রি কমতে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় রাতের তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়ে ভোগান্তি চলবে।

সব মিলিয়ে উৎসবের মরসুমে রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হচ্ছে আরও কয়েকটি কনকনে দিনের জন্য। শীতপ্রেমীদের কাছে এটি যেমন সুখবর, তেমনই সতর্কবার্তাও। কারণ হঠাৎ তাপমাত্রা কমলে ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। তাই চিকিৎসকরা উষ্ণ পোশাক ব্যবহার ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে উৎসব উপভোগের পরামর্শ দিচ্ছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...