You will be redirected to an external website

নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ! কেন বাদ পড়েছিলেন দু হাজারেরও বেশি চাকরিপ্রার্থী?

The Primary Education Board will verify documents! Why were more than two thousand job seekers excluded?

প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাকরিপ্রার্থীদের নথি যাচাই করার নির্দেশ দিল হাইকোর্ট। ২০২২ সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়েছিলেন প্রায় ২১২৪ জন চাকরিপ্রার্থী। তাদের প্রত্যেকের নথি যাচাই করে দেখবে পর্ষদ। সঠিক নথি থাকলে তাদের প্যানেলভুক্ত করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা নিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

উল্লেখ্য, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং’ থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেছিলেন ওই চাকরিপ্রার্থীরা। পরে তাঁরা ২০২২ সালের প্রাথমিকের পরীক্ষায় বসেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং’ থেকে যাঁরা ডিএলএড পাশ করেছেন, তাঁদের ডিগ্রি বৈধ নয়। এর পরেই ওই চাকরিপ্রার্থীদের প্যানেল থেকে বাদ দেওয়া হয়।

পরে ‘ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন’ জানায়, ২০১৭ সালের পয়লা এপ্রিলের আগে পর্যন্ত কেউ ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং’ থেকে ডিএলএড করলে, তা বৈধ বলে গণ্য হবে। এই ঘটনার পর আবারও সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ১২০০ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপরই শীর্ষ আদালতের সেই নির্দেশকে হাতিয়ার করে ২১২৪ জন চাকরিপ্রার্থী হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই ওই চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের নির্দেশ দেয় উচ্চ আদালত। 

হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলে হয়েছে আগামী ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, জন্ম শংসাপত্র, টেট শংসাপত্র যাচাই করা হবে। পাশাপাশি ২০১৭ সালের আগে তাঁরা যে স্কুলে কর্মরত ছিলেন, তার বেতন কাঠামো-সহ মোট ১৩ রকমের নথি যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A house under construction for Housing for All in the Satgram area of ​​Jamuria was damaged by a landslide, causing panic in the area Read Next

জামুরিয়ার সাতগ্রাম অঞ্...