You will be redirected to an external website

মোদির পায়ে হাত ‘মহাগুরু’র, পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী

The Prime Minister patted the back of 'Mahaguru' at Modi's feet.

মোদির পায়ে হাত ‘মহাগুরু’র, পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী

অনেকদিন ধরেই বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখছেন তিনি। যদিও সে স্বপ্ন অধরাই থেকেছে। সারা বছর রাজনীতির ধার না মাড়ালেও ভোটের আগে উদিত হন ‘জাত গোখরো’ নামে পরিচিত মিঠুন চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম হল না। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার দুর্গাপুরের সভা থেকে বঙ্গ বিধানসভা নির্বাচনের ঢাকে ‘পরিবর্তন’-এর বোল তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাষণ শেষে সেই মঞ্চেই মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পালটা ‘জাত গোখরো’র পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রীও।

সারা বছর রাজনীতিতে না থাকলেও ভোটের আগে নির্বাচনী প্রচারে দাপটের সঙ্গে ঘুরে বেড়ান মিঠুন চক্রবর্তী। মোদির সভায় বিশেষ জায়গা দেওয়া হয় তাঁকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপুরের সভায় সামনের সারিতেই উপস্থিত ছিলেন বাংলার মহাগুরু। সভা থেকে প্রধানমন্ত্রী যখন তৃণমূল সরকারকে একের পর এক আক্রমণ শানাচ্ছেন, তখন খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে ‘মহাগুরুর’ মুখ। এরপর বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ভাষণ শেষের পর দেখা যায়, আসন ছেড়ে প্রধানমন্ত্রীর সামনে চলে আসেন মিঠুন। মাথানত করে প্রণাম করেন মোদির পায়ে। ২৬-এর ভোটে ‘বাংলাকে গেরুয়া রংয়ে রাঙিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর জাত গোখরোর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী।

নিজের ভাষণেও মিঠুনের (Mithun Chakraborty) মুখে শোনা যায় বিজেপি শাসিত বাংলার স্বপ্ন। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে দাঁড়িয়ে মিঠুন বলেন, “এবারের লড়াই শেষ লড়াই ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই জীবন, প্রাণ দিয়ে লড়তে হবে। আমাদের সঙ্গে মোদির আশীর্বাদ রয়েছে। আমি থাকব, আপনারা থাকবেন – সকলে একসঙ্গে থাকব। কী নিয়ে কথা বলব? দুর্নীতি? দুর্নীতির একটা ফাঁকও নেই। মা-বোনেদের ইজ্জত নিয়ে কথা বলার উপায় নেই। বাংলার ছেলে আমি। বাংলার মা-বোন সকলে আমার। রাজনীতি করি না, মানুষনীতি করি। এবারে মাঠে নামছি তৈরি হয়ে।” মাঠে নেমে লড়াইয়ের বার্তা দিয়ে বিজেপির তারকা নেতা আরও বলেন, “২৩, ২৪ তারিখ থেকে পুরো মাঠে নামব। আপনাদের সাথে থাকব, কথা বলব। মাঠে থেকে লড়াই করব। এই লড়াই সবাই মনে রাখবে। বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Alongside Agni-1 and Prithvi-2, a successful test of the 'Akash Prime' missile was conducted in Ladakh. Read Next

চাপ বাড়ছে শত্রুদের, অগ্...