You will be redirected to an external website

রাজ্যের সবচেয়ে বড় কয়লাখনি প্রকল্প কুলটিতে

The state's largest coal mining project is in Kulti

কয়লাখনি

আসানসোল মহকুমার কুলটি–বরাকর অঞ্চলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সেল এবং রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়ার সহায়ক সংস্থা ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) সবচেয়ে বড় কয়লাখনি প্রকল্প হতে চলেছে। ‘কল্যাণেশ্বরী প্রজেক্ট’ নামে এই প্রকল্পের সিএমপিডিয়াই চূড়ান্ত রিপোর্ট দিয়েছে।

এই খনি প্রকল্পে ১২২ মিলিয়ন টন কয়লার ভাণ্ডার মিলেছে। প্রতি বছর ৪০ লক্ষ টন কয়লা উৎপাদন সম্ভব হবে। এটিই সবচেয়ে বড় প্রকল্প হতে চলেছে বলে বিসিসিএল সূত্রে জানা গিয়েছে।

৩.৬১বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হবে ওই প্রকল্প। সূত্রের খবর, এই প্রকল্পের জন্য ১১৩০ হেক্টর জমির প্রয়োজন। তার মধ্যে ৭০৬ হেক্টর জমি বিসিসিএলের নিজের কাছে আছে। ৪১৪ হেক্টর জমি কেনা হবে ব্যক্তিগত মালিকদের কাছ থেকে।

দশ হেক্টর জমি দেবে রাজ্য সরকার। সবমিলিয়ে প্রকল্পের নাম ‘কল্যাণেশ্বরী খনি প্রকল্প’। কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই প্রকল্পে কাজ পাবেন। রাজ্য সরকারও প্রচুর টাকার রাজস্ব পাবে।

এই প্রকল্পের এলাকায় থাকা ২০০ একর জমি যা সীতারামপুর ব্লকের মধ্যে আছে, সেখানে কোল ইন্ডিয়া এবং ওএনজিসির কোল বেড মিথেন উৎপাদনের জন্য প্রথমে পরিকল্পনা নিয়েছিল। কিন্তু পরীক্ষায় দেখা যায়, ওই জমিতে যে পরিমাণ মিথেন থাকা উচিত, তা নেই। ফলে সেই জায়গা থেকে গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত থেকে কোল ইন্ডিয়া সরে এসেছে।

কয়লামন্ত্রকের এক উপদেষ্টা জানিয়েছেন, কাজ দ্রুত এগোচ্ছে। বিসিসিএল এবং সেল যৌথ ভাবে এই প্রকল্প করবে। এটি চালু হলে অবশ্যই তা পশ্চিমবঙ্গের অন্যতম বড় কয়লাখনি প্রকল্প হবে। প্রচুর মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Suvendu Adhikari Claims 1 25 Crore Names Will Be Removed From Bengal in SIR Read Next

আমি আশ্বস্ত করছি, মোদীজি ...