আরও নাম বাদ যাবে, দাবি শুভেন্দুর
নির্বাচন কমিশনের (Election Commission) পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা (Draft List)। সেই তালিকা ঘিরেই রাজ্য রাজনীতিতে তীব্র তরজা।
কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। বিপুল সংখ্যক নাম ছাঁটাই হওয়ায় উচ্ছ্বসিত বিজেপি (BJP)। পাল্টা গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল (TMC)।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, রাজ্যে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান ছিল ২১ লক্ষ। খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ায় সেই ব্যবধান কার্যত ঘুচে গেল। এখানেই না থেমে শুভেন্দুর আরও বক্তব্য, চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে আরও বহু নাম বাদ যাবে। তাঁর কথায়, “অপেক্ষা করুন। ফাইনাল তালিকায় আরও বড় চমক থাকবে।”
যদিও বিরোধী দলনেতার এই দাবি মানতে নারাজ তৃণমূল। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, “২১, ২৪-এর মতোই ২৬-এও বিজেপির বাংলা দখলের স্বপ্ন অধরাই থাকবে।” তাঁর বক্তব্য, তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, বিজেপির মতো ভোটকেন্দ্রিক রাজনীতি করে না। তাই ভোটার তালিকায় নাম বাদ গেলেই রাজ্যের রাজনৈতিক ছবি বদলে যাবে না।
এ দিকে খসড়া তালিকা প্রকাশের পর কমিশন সূত্রে খবর, ফর্মে গরমিলের কারণে প্রায় ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিস পাঠানো হতে পারে। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের নাম রয়েছে। শুনানির জন্য ডেকে নথি যাচাই করা হবে। ফলে বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এই পরিস্থিতিতে বিজেপির দাবিকে উড়িয়ে তৃণমূল আরও এক ধাপ এগিয়ে কটাক্ষ করেছে। অরূপ চক্রবর্তীর প্রশ্ন, “বিজেপির নেতারাই তো চিৎকার করে বলতেন বাংলায় লক্ষ লক্ষ রোহিঙ্গা রয়েছে। তা হলে এই ৫৮ লক্ষ বাদ যাওয়া নামের মধ্যে কত জন রোহিঙ্গা আছেন, বিজেপি সেটা দেখাক।”