You will be redirected to an external website

বিশ্ব আস্থা রেখেছে, 'ঐতিহাসিক' ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি তারই প্রমাণ: নরেন্দ্র মোদী

The world has confidence, the 'historic' India-UK free trade agreement is proof of that

বিশ্ব আস্থা রেখেছে, 'ঐতিহাসিক' ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি তারই প্রমাণ

চারদিনের বিদেশ সফর সেরে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Indian Prime Minister Narendra Modi)। প্রথমে ব্রিটেন, পরে মালদ্বীপ, দুই সফরই ছিল তাৎপর্যপূর্ণ। দীর্ঘ আলোচনা, টালবাহানার পর অবশেষে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে (India-UK Trade Deal)। দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরকে 'ঐতিহাসিক' বললেন প্রধানমন্ত্রী। 'এই চুক্তি ভারতের প্রতি বিশ্বের আস্থার প্রতিফলন।', তামিলনাড়ুতে এক অনুষ্ঠানে গিয়ে একথা বললেন নরেন্দ্র মোদী।

শনিবার তামিলনাড়ুতে (Tamilnadu) প্রায় ৪,৯০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) প্রসঙ্গ আরও একবার শোনা যায় তাঁর মুখে। বলেন, 'অপারেশন সিঁদুরে ভারতীয় বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করেছে, সেগুলির অধিকাংশই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নির্মিত। এই অস্ত্রই সীমান্ত পেরিয়ে চালানো সামরিক অভিযানে শত্রুঘাঁটি ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 'শত্রুর ঘুম কেড়ে নিয়েছে এই অস্ত্র', এমনই মন্তব্য তাঁর।

এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী (Prime Minister) জানান, বিদেশ সফর সেরে সরাসরি তামিলনাড়ুতে এসে তিনি অভিভূত। তাঁর মালদ্বীপ সফরের আগেই ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ভারত এবং তামিলনাড়ুর আত্মবিশ্বাসকেই তুলে ধরে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Deal) প্রমাণ করে, গোটা বিশ্ব ভারতের উপর কতটা আস্থা রাখছে। এই আত্মবিশ্বাস থেকেই আমরা গড়ে তুলব বিকশিত ভারত এবং বিকশিত তামিলনাড়ু। উন্নত রাজ্য গড়তে পরিকাঠামো ও শক্তি, এই দুই-ই প্রয়োজন। গত ১১ বছরে পরিকাঠামো এবং শক্তিতে আমাদের বিনিয়োগই তামিলনাড়ুর প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ।'

বৃহস্পতিবার লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের (Keir Starmer) মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ব্রিটেনের ব্যবসা ও বাণিজ্য সচিব জনাথন রেনল্ডস একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করেন। এটি ব্রেক্সিটের পর স্বাক্ষরিত সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি এবং ভারতের সঙ্গে ব্রিটেনের প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক অংশীদারিত্ব।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'No water for more than 5 hours', Firhad slams BJP over city's water woes Read Next

'৫ ঘণ্টার বেশি কোথাও জল থ...