বাংলায় আচমকা বাতিল বিড়লার কারখানা উদ্বোধন
বাংলায় বিড়লাদের তৈরি একটি কারখানা উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মতো তিনি ঘোষণাও করে দিয়েছিলেন। কথা ছিল আগামী বৃহস্পতিবার সেই রঙের কারখানার উদ্বোধন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মমতার ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই বিড়লাদের তরফ থেকে হঠাৎ জানা যায়, কারখানা আপাতত উদ্বোধন হচ্ছে না। স্থগিত করে দেওয়া হয় অনুষ্ঠান। উত্তরবঙ্গ সফর সেরে বুধবার কলকাতায় ফিরে সেই প্রসঙ্গেই কথা বললেন মমতা।
এদিন কলকাতা বিমানবন্দরে নামার পর মুখ্যমন্ত্রী মমতা বলেন, “আমি ঘোষণা করেছিলাম, বিড়লাদের রঙের কারখানা উদ্বোধন হবে। কিন্তু ঘোষণা করার আধ ঘণ্টা পরই আমার কাছে মেসেজ এসেছে, উদ্বোধন হবে না।” তিনি আরও জানান, বিড়লাদের তরফে কারও শারীরিক অসুস্থতার কথা বলে উদ্বোধন বাতিল করা হয়েছে। এরপরই মমতা হেসে বলেন, “আমি ওদের দোষ দিচ্ছি না। আসলে এর পিছনে বিগ লোডেড ভাইরাস আছে। সবাইকে থ্রেট দেয়।” তাঁর এই বার্তার ইঙ্গিত যে আসলে বিজেপির দিকে, তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের।
কারখানার উদ্বোধন কেন বাতিল হল, তা স্পষ্ট নয়। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অসন্তুষ্ট বিজেপি নেতৃত্ব। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা খোকো প্লেয়ারের মতো। যাকে পায় দোষ দেয়। কখনও সিপিএমকে, তো কখনও কেন্দ্রকে।”
উত্তরবঙ্গে দুর্যোগের পরই সেখানে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। দুদিনের সফরের মধ্যে বিড়লাদের কারখানা উদ্বোধনের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সফর শেষে বুধবারই কলকাতায় ফিরেছেন মমতা। খড়্গপুরে শিল্পতালুকে ওই কারখানা উদ্বোধন হওয়ার কথা ছিল। সেই কারখানাই আপাতত খুলছে না।
এদিকে, উত্তরবঙ্গে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় নতুন তত্ত্ব সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তৃণমূল দাবি করছিল, জনরোষের কারণে হামলা হয়েছে। তবে মমতার বক্তব্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা নয়তো?