নতুন প্রকল্পকে খোঁচা দিলীপের
২১ জুলাইয়ের (21 July) পরদিনই নবান্ন থেকে নতুন এক সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার নাম - আমাদের পাড়া, আমাদের সমাধান (Amader Para Amader Samadhan)। গ্রাম বা শহরের ছোট ছোট সমস্যার মুশকিল আসানের জন্যই এর ভাবনা। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই প্রকল্পকে খোঁচা দিয়েছেন।
দিলীপের কথায়, তৃণমূল (TMC) আর দল নেই — এটা এখন দুষ্কৃতীদের হাতে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল এবং সরকার, দুই-ই নিয়ন্ত্রণ হারিয়েছে। আর নতুন সরকারি প্রকল্পকে খোঁচা দিয়ে তাঁর বক্তব্য, “পাড়ায় পাড়ায় আজ মারামারি, কাটমানি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা — সবই তৃণমূলের হাত ধরে হচ্ছে। ওরা চাইলেও আর এই বিশৃঙ্খলা সামলাতে পারবে না। নেতারা এলাকায় গেলেই মানুষ ওদের কলার ধরে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “মমতার হাতে এখন আর দল নেই, সরকারও নেই। সবটাই চলে গেছে দুষ্কৃতী আর হুলিগানদের দখলে।” ২১ জুলাইয়ের মঞ্চ হোক কিংবা নবান্ন সাংবাদিক বৈঠক, দু-জায়গা থেকেই বাঙালিদের ওপর অত্যাচারের বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে নিয়েও তাঁকে আক্রমণ করতে ছাড়েননি দিলীপ।
বাংলা ও বাঙালিয়ানা নিয়ে তৃণমূল স্পষ্টত রাজনীতি করছে বলে দিলীপের মত। তিনি বলেন, “আমরাই ওদের দিয়ে রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি। এখন মুখে বাঙালি বাঙালি করে আরেক রাজ্য থেকে প্রার্থী এনে ভোটে লড়ানো হচ্ছে!” এই প্রসঙ্গেও বিজেপি নেতার প্রশ্ন, “বাংলার ভোটারদের ওপরে বিশ্বাস নেই? বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে ভোটার বানাতে হয়? অভিনেতা নেই এখানে যে ওপার বাংলার শিল্পী আনতে হয়?”
দিলীপের কটাক্ষ, “২১ জুলাই - একদিন ধর্মতলায় ভাষণ দিলেই চলবে না। রাস্তায় নামতে হবে। বাংলার মানুষ এত সহজে আর ভুলবে না। এভাবে আর বোকা বানানো যাবে না।”