সন্ধ্যায় এই কাজগুলি ভুলেও করবেন না, লক্ষ্মীদেবী রুষ্ট হতে পারেন
সন্ধ্যায় এই কাজগুলি ভুলেও করবেন না
লক্ষ্মীকে ধন-ঐশ্বর্যের দেবী। সংসারে সুখসমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির আশায় লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মীপুজোর সময় নিশ্চয়ই কয়েকটি নিয়ম মেনে চলেন। তবে জানেন কি, শুধু পুজোর সময়ই নয়। লক্ষ্মীকে গৃহকোণে ধরে রাখতে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মানা প্রয়োজন। বিশেষত সন্ধ্যার পর বেশ কয়েকটি কাজ রয়েছে, যা করলে হতে পারে সর্বনাশ। কারণ, তাতে লক্ষ্মীদেবী রুষ্ট হন। জেনে নিন ঠিক কোন কোন কাজ সন্ধ্যার পর ভুলেও করবেন না।
যতই দিনভর ক্লান্ত হোন না কেন, ভুলেও সন্ধ্যায় বিছানায় শুয়ে থাকবেন না। নইলে লক্ষ্মীদেবী রুষ্ট হন। সন্ধ্যায় বাড়িতে যিনি শুয়ে থাকেন তাঁর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তার পরিবর্তে সোফা কিংবা বিছানায় বসে থাকতে পারেন।সন্ধ্যার সময় ভুলেও ঘরে ঝাঁটা দেবেন না। উঠোন পরিষ্কারও করবেন না। শাস্ত্রবিদদের মতে, তাতে নাকি লক্ষ্মীদেবী রুষ্ট হন। তার ফলে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন সন্ধ্যার আগেই ঘর পরিষ্কার করে ফেলার।
শাস্ত্রবিদদের মতে, সন্ধ্যায় লক্ষ্মীদেবী ঘরে পা রাখেন। তাই এই সময় ভুলেও দরজা আগলে বসে থাকবেন না। তাতে লক্ষ্মীদেবী আপনার সংসারে ঢুকতে গিয়ে বাধা পাবেন। তার পরিবর্তে দরজা খুলে রাখুন। ঘরে কেউ ঢোকার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখুন।সূর্যাস্তের পর ভুলেও গাছে হাত দেবেন না। বিশেষত তুলসি গাছে একেবারেই স্পর্শ করবেন না। গাছের পাতাও ছিঁড়বেন না। তাতে লক্ষ্মীদেবী রুষ্ট হন। তার পরিবর্তে তুলসি গাছের কাছে প্রদীপ দিয়ে ধূপ জ্বালাতে পারেন।
সন্ধ্যায় ভুলেও কাউকে দুধ, চিনি, নুন কিংবা দই দেওয়া উচিত নয়। শাস্ত্রজ্ঞদের মতে, তাতে নাকি বাড়ির শান্তি বিঘ্নিত হতে পারে। শ্রীবৃদ্ধির পরিবর্তে অভাবই হতে পারে আপনার নিত্যসঙ্গী। তাই ভুলেও তা দান করবেন না।সূর্যাস্তের পর শেষকৃত্য করাও ঠিক নয়। তার ফলে নাকি আত্মার শান্তি বিঘ্নিত হতে পারে বলেই মনে করেন শাস্ত্রজ্ঞরা।এই নিয়মগুলি মেনে চলুন। তাতেই সংসারে আসবে সুখসমৃদ্ধি। আপনার গৃহকোণ ভরে উঠবে ধনসমৃদ্ধিতে।