You will be redirected to an external website

‘এটাই শেষ লড়াই’, দুর্গাপুরের মঞ্চ থেকে জল্পনা উসকে দিলেন ‘ক্লান্ত’ মিঠুন

‘This is the final battle’, raised speculation from the stage in Durgapur by ‘tired’ Mithun.

দুর্গাপুরের মঞ্চ থেকে জল্পনা উসকে দিলেন মিঠুন

একে তো দক্ষ সংগঠকের অভাব। তার উপর আবার গোষ্ঠীকোন্দল। দু’য়ের জেরে বাংলায় গত নির্বাচনগুলিতে আশানুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। আগামী বছর আবার বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দুর্গাপুরে মোদির সভায় মিঠুন চক্রবর্তী। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বললেন, “এটাই শেষ লড়াই।” তবে কি বারবার ভোটের খারাপ ফলে ‘ক্লান্ত’ মিঠুন, স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে উঠছে সে প্রশ্ন।

দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে দাঁড়িয়ে মিঠুন বলেন, “এবারের লড়াই শেষ লড়াই ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই জীবন, প্রাণ দিয়ে লড়তে হবে। আমাদের সঙ্গে মোদির আশীর্বাদ রয়েছে। আমি থাকব, আপনারা থাকবেন – সকলে একসঙ্গে থাকব। কী নিয়ে কথা বলব? দুর্নীতি? দুর্নীতির একটা ফাঁকও নেই। মা-বোনেদের ইজ্জত নিয়ে কথা বলার উপায় নেই। বাংলার ছেলে আমি। বাংলার মা-বোন সকলে আমার। রাজনীতি করি না, মানুষনীতি করি। এবারে মাঠে নামছি তৈরি হয়ে।” মাঠে নেমে লড়াইয়ের বার্তা দিয়ে বিজেপির তারকা নেতা আরও বলেন, “২৩, ২৪ তারিখ থেকে পুরো মাঠে নামব। আপনাদের সাথে থাকব, কথা বলব। মাঠে থেকে লড়াই করব। এই লড়াই সবাই মনে রাখবে। বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়।”

রাজ্য পুলিশকে বিশেষ বার্তা দিয়ে মিঠুন বলেন, “পুলিশকে বলব নিরপেক্ষ হয়ে যান। তারপরে দেখুন বিজেপি কী করতে পারে।” একথা শুনে সকলে হাততালি দিতে থাকেন। তা শুনে ‘মহাগুরু’ বলেন, “এই আওয়াজ আমার সাথে থাকা প্রয়োজন। এজন্য বলছি ক্ষমতা আমাদেরও আছে। কিন্তু জোর করি না। কাউকে মারধরের কথা বলি না। কিন্তু ভাববেন না আমরা ভীতু। শুধু পুলিশকে বলুন নিরপেক্ষ হতে।” মিঠুনের হুঁশিয়ারি, “ছাতি ফুলিয়ে বেরব। গুলি চালানোর হয় তো চালান। কিন্তু পিছন থেকে নয়। হিম্মত থাকলে সামনে থেকে লড়ুন।” উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনে দিনরাত এক করে প্রচার করেছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু তাতেও লাভ কিছু হয়নি। ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। রাজনৈতিক ওয়াকিবহালের মতে, এবারও সংগঠনের উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। ঘরোয়া দ্বন্দ্বেও বিরাম নেই। বঙ্গ বিজেপির ‘অন্তঃসারশূন্য’ দশার কথা সম্ভবত আগেভাগে টের পেয়ে যাওয়ায় এমন মন্তব্য ‘মহাগুরু’র। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Sports fraternity criticizes the deplorable condition of the playground after Modi's rally Read Next

মোদির জনসভার পর খেলার মা...