You will be redirected to an external website

'যাঁরা ঘনঘন পাকিস্তানে যাতায়াত করেন, তাঁরা অসমের নেতৃত্ব দিতে পারেন না', কার উদ্দেশে বললেন শাহ

'Those who frequently travel to Pakistan cannot lead Assam', Shah said to whom

নির্বাচনী সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

অসমে আগামী বছরের বিধানসভা (Assam Election) ভোটের আগে কার্যত নির্বাচনী সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার পঞ্চায়েত প্রতিনিধিদের এক সমাবেশে তিনি বলেন, “অসমের নেতৃত্ব তাঁদের হাতে যেতে পারে না, যাঁরা বারবার পাকিস্তানে (Pakistan) যাতায়াত করেন (Assam Cannot Be Led By People Who Visit Pakistan Frequently)।” কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈকে উদ্দেশ করেই তাঁর এই পরোক্ষ কটাক্ষ বলে রাজনৈতিক মহলের অভিমত।

অমিত শাহ দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের জোরেই আগামী বছর তৃতীয়বারের মতো অসমে এনডিএ সরকার গঠন করবে বিজেপি (BJP)। একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে অসমকে নেতৃত্ব দেওয়া যাবে না।

অমিত শাহ বলেন, গৌরব গগৈয়ের ব্রিটিশ স্ত্রী বারবার পাকিস্তানে গিয়েছেন। বিজেপির অভিযোগ, তাঁর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই প্রসঙ্গ বারবার উত্থাপন করেছেন। শাহের বক্তব্য, “যাঁরা পাকিস্তান সফর করেন, তাঁরা অসমের হাল ধরতে পারবেন না।”

শাহ জানান, অনুপ্রবেশকারীরা হাজার হাজার একর জমি দখল করেছিলেন। বিজেপি সরকার তা দখলমুক্ত করেছে। তাঁর দাবি, গৌরব গগৈ আপত্তি জানালেও বিজেপি প্রত্যেক ইঞ্চি জমি অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে। এছাড়া শ্রীমন্ত শঙ্করদেব ও মহাপুরুষ মাধবদেবের মঠ-মঠরিও দখলমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

অমিত শাহর দাবি, অসমে শান্তি ফিরেছে মোদী সরকারের উদ্যোগে। ১০ হাজারের বেশি যুবক অস্ত্র ছেড়েছে, নানা জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তিচুক্তি হয়েছে। তিনি বলেন, “অসমে ৫ লক্ষ কোটি টাকার এমওইউ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ১.৪ লক্ষ কোটির প্রকল্প ইতিমধ্যেই কাজ শুরু করেছে। জগিরোডে টাটার ২৭ হাজার কোটি টাকার সেমিকন্ডাক্টর কারখানা গেম চেঞ্জার হবে।”

কর্মসংস্থানের প্রসঙ্গেও শাহ জানান, গত চার বছরে হিমন্ত বিশ্ব শর্মার সরকার ১.২১ লক্ষ যুবককে চাকরি দিয়েছে, কোনও দুর্নীতি ছাড়াই। ভোটের আগে এই সংখ্যা দেড় লক্ষ ছুঁতে পারে বলেও আশাবাদী তিনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Two Bengali teachers honored with national awards, CM congratulates them Read Next

জাতীয় পুরস্কারে সম্মানি...