You will be redirected to an external website

ঝালদায় রেল লাইনে উদ্ধার তিন দেহ! ভয়ঙ্কর ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা

Three bodies recovered from railway tracks in Jhalda! Locals terrified by horrific incident

রেল লাইন

রেললাইনের উপর শুইয়ে রাখা তিন জনের দেহ। তার মধ্যে এক জন মহিলা এবং অন্য দু’জন নাবালিকা। রবিবার গভীর রাতে পুরুলিয়ায়, দক্ষিণ-পূর্ব রেলের মুরি-চাণ্ডিল শাখায় দেখা গেল এমনই ভয়াবহ দৃশ্য। ওই শাখার সুইসা রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের উপর ৩টি দেহ পড়েছিল। রেল পুলিশ সূত্রের খবর, রেল লাইনের উপর তিনটি দেহ পড়ে থাকলেও, সেগুলি রেলে কাটা পড়েনি। সেই কারণেই রহস্য বেড়েছে।

খবর পেয়ে জিআরপি গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ওই মহিলা এবং দুই নাবালিকার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মহিলার সঙ্গে বাকি দুই নাবালিকার কোনও সম্পর্ক রয়েছে কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ। কী ভাবে দেহগুলি রেললাইনে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দেহগুলি বাইরে থেকে এনে রেললাইনে ফেলে রাখা হতে পারে। পাশেই রয়েছে ঝাড়খণ্ড, সেখান থেকেও নিয়ে আসা হতে পারে। আপাতত বিভিন্ন থানায় মৃতদেহের ছবি পাঠিয়েছে পুলিশ।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Sign boards must be changed before Mahalaya, Siliguri Mayor Gautam Deb issues strict instructions Read Next

মহালয়ার আগেই পরিবর্তন ক...