You will be redirected to an external website

বাম আমলে পূণ্যার্থীরা নদীর ধারে টয়লেট করতেন, মমতা আসার পর পরিবর্তন হয়েছে: কাজল শেখ

Anubrata Mondal and Kajal Sheikh were seen together in Birbhum. At the inauguration of the Jaydev Mela, she went on stage with a star in her hand.

মমতা আসার পর পরিবর্তন হয়েছে: কাজল শেখ

বীরভূমে একসঙ্গে দেখা গেল অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও কাজল শেখকে (kajal Seikh)। জয়দেব মেলার উদ্বোধনে গিয়ে মঞ্চে একতারা হাতে কেষ্ট। গা দোলালেন বাউল শিল্পীদের সঙ্গে। বার্তা দিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতার। অপরদিকে, কাজল শেখ কটাক্ষ করলেন বামেদের।

আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “এটি বহু পুরনো মেলা। কেউ বলে চারশো বছর, কেউ বলে ছ’শো বছরের পুরনো। সংক্রান্তিতে স্নান আছে। পুলিশ প্রশাসন ভাল কাজ করছে। আর বাউল আমি খুব ভালবাসি। এটা একটা পুরনো গান তো।” অপরদিকে কাজল শেখ বলেছেন, “এই মেলা চারশো বছর অতিক্রান্ত হয়েছে। লক্ষ-লক্ষ পূণ্যার্থী এখানে আসেন। পরে বামফ্রন্ট এই মেলাকে নিজের হাতে নেয়। ওরা কোনও কাজ করেনি। আমরা শুনেছি, পূণ্যার্থীরা টয়লেট নদীর ধারে করতেন। দুর্গন্ধযুক্ত মেলা ছিল।” তাঁর দাবি মুখ্যমন্ত্রী আসার পরই মেলার পরিবেশের পরিবর্তন হয়েছে। তিনি বলেন, “এটা এখন নির্মল মেলা রুপে পরিচিতি পেয়েছে। এখন এখানে বায়ো টয়লেটের ব্যবস্থা আছে। জল-বিদ্যুত বিনামূল্যে দেওয়া হয়েছে। মেলার গুণগত মানের শ্রীবৃদ্ধি হয়েছে।

পুলিশ সুপার আমনদীপ বলেব, “এবছর জয়দেবের মেলায় নিরাপত্তায় প্রায় ৩০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। দু’শোর উপর সিসিটিভি ক্যামেরা রয়েছে।” বস্তুত, এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক,পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, এস আর ডি এ এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ও একাধিক বিধানসভার তৃণমূল বিধায়ক।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Paush Parvan means the aroma of rice powder and the sweet taste of jaggery. But for those who feel a little bored of eating the same taste of patisapta Read Next

নারকেল, ক্ষীর বাদ দিন, এব...