You will be redirected to an external website

মহুয়া-রচনার উপরে বেজায় চটলেন অভিষেক, কেন?

Just as the heat of debate has risen inside Parliament during the winter session, so too have various controversies outside.

মহুয়া-রচনার উপরে বেজায় চটলেন অভিষেক

শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে যেমন তর্ক -বিতর্কের পারদ চড়েছে, তেমনই বাইরেও নানা বিতর্ক হয়েছে। আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে বারবার তৃণমূল কংগ্রেসের সাংসদরা চলে এসেছেন। কখনও বিরোধী সাংসদদের সঙ্গে নাচের প্রাকটিস, বিজেপি সাংসদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে নাচ করা নিয়ে বিতর্ক হয়েছে, তেমনই আবার সংসদের ভিতরে ও বাইরে ধূমপান নিয়েও কম বিতর্ক হয়নি

অন্য দলের নেতা-সাংসদদের আমন্ত্রণে পার্টির অনুমতি না নিয়ে চলে যাওয়া, দলের অনুমতি ব্যতীত মন্ত্রীদের কাছে দরবার করতে যাওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারও কোনও আচরণে যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়, নাম না নিয়েই তাঁর কড়া বার্তা দিলেন অভিষেক।

সূত্রের খবর, সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের মেয়ের বিয়েতে নাচ করতে দেখা যায়। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। মহুয়ার এই আচরণ নিয়ে বিরক্ত অভিষেক। একইসঙ্গে দলের অনুমতি ব্যতীত শরদ পওয়ারে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এক সিনিয়র সাংসদ, সৌগত রায়। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চেয়েছিলেন রেলমন্ত্রীর সঙ্গে। আবার সংসদে দুই তৃণমূল কংগ্রেসের ই-সিগারেট খাওয়ার ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এই সমস্ত আচরণ নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন।

এছাড়া দলীয় সাংসদদের কেন্দ্রীয় বরাদ্দের ইস্যু আরও বেশি করে উত্থাপন করার নির্দেশ দিয়েছেন অভিষেক। সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে দলীয় সাংসদদের ভূমিকার প্রশংসাও করেছেন তিনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...