মুখ্যমন্ত্রীর হাতেই মায়ের খড়্গ মানায়: রচনা
কখনও শ্রীচৈতন্যদেব, কখনও মা সারদা, আবার কখনও নেতাজীর সঙ্গে তুলনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই দলের সাংসদ-বিধায়করা তুলনা করেছেন তাকে। আর এবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর হাতেই খড়্গ মানায়,আর কারও হাতে নয়।”
সম্প্রতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়্গ হাতে নিতে হবে। সাংবাদিকরা রচনা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়েই প্রশ্ন করেন। তখন সাংসদ বলেন,”মায়ের খড়গ একজনার হাতেই রয়েছে। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই খড়্গ মানায়। আর কারও হাতে মানায় না।”
মূলত, মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, “প্রত্যেক বছরই আসা হয়, এবারেও এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। সবারই আশা থাকে আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি, চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার। যতটা সম্ভব হয় চেষ্টা করি। এখনও পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি। একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। দুর্গাপুজোর সময়ও অনেক জায়গায় গিয়েছি। তবে চেষ্টা করি এ বছর যে পাঁচটা এলাম সামনের বছর অন্য পাঁচটায় যাওয়ার চেষ্টা করি, যতটা মানুষকে খুশি করতে পারা যায়।