You will be redirected to an external website

নন্দীগ্রামে সমবায় ভোটে জয় তৃণমূলের, খাতা খুলতেই পারল বিজেপি-সিপিএম জোট

The BJP and CPM alliance could not even open its account in the cooperative elections in Nandigram

নন্দীগ্রামে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের

নন্দীগ্রামে সমবায় ভোটে খাতা খুলতেই পারল না বিজেপি এবং সিপিএমের জোট শক্তি। ১২টি আসনের সবকয়টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বুধবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি ভোটে এই নিরঙ্কুশ জয়ে খুশির জোয়ার বইছে শাসক দলের শিবিরে । স্থানীয় বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এহেন পরাজয়ে হতাশ বিজেপি এবং সিপিএম শিবির। স্থানীয় বেশ কয়েকটি সমবায় ভোটে বিজেপি জয়ী হয়েছে। সেই চেনা ঘটনায় এবার ছন্দপতন ঘটল।

জানা গিয়েছে, এই সমবায় ভোটে বিজেপি এবং সিপিএমের জোট শক্তি ৯ টি আসনে লড়াই করেছিল। তৃণমূল ১২ আসনের প্রার্থী দিয়েছিল। স্বাভাবিকভাবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস । বাকি ৯ টি আসনে ভোট হয়। সেই ৯ টি আসনে প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ টি করে ভোট পেয়েছে রাজ্যের শাসকদল বিরোধী জোট শক্তি। এই ভোটে শান্তি বজায় রাখতে সকাল থেকেই ছিল পুলিশের কড়া নিরাপত্তা। নির্বিঘ্নে শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব।

এ বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল জানিয়েছেন, “আমরা এই সমবায় ভোটে তেমন গুরুত্ব দিচ্ছি না । তবে শুনেছি তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের পরিবেশ তৈরি করে গড়চক্রবেড়িয়া সমবায় ভোটে জিতেছে ।” অন্যদিকে বিজেপি-সিপিএমের জোট শক্তির পরাজয়কে নন্দীগ্রামে তৃণমূলের শক্তি বৃদ্ধির দৃষ্টান্ত বলে মনে করছে শাসক শিবির। শুধু তাই নয় আগামী দিনে নন্দীগ্রামে বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলের হাত শক্ত করবে বলে তারা মনে করছেন।

জয়ের প্রসঙ্গ টেনে স্থানীয় কালীচরণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ আলরাজি জানিয়েছেন,”বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে বেশিদিন ধরে রাখতে পারবে না । বুধবার নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়, সেটাই প্রমাণ করেছে। এখানে ধর্মের রাজনীতি পছন্দ করেন না মানুষজন। নন্দীগ্রামে ফের তা প্রমাণ হল। সিপিএমকে সঙ্গে নিয়ে বিজেপি এই সমবায় ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তৃণমূলের জনসমর্থন পুষ্ট ঝড়ে সেই অশুভ আঁতাত খাবি খেয়েছে। ধরাশায়ী হয়েছে।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Indo-Pak conflict over the Pahalgaon terror attack has not yet completely subsided. Read Next

‘দীর্ঘকালীন যুদ্ধের জন্...