You will be redirected to an external website

উত্তরের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল শুরু, ঘুর পথে যাতায়াত করায় বাড়ছে তীব্র যানজট

Traffic movement resumes on National Highway 10, the lifeline of the north, but heavy traffic congestion is increasing due to detours

ধস নেমে রাস্তার অবস্থা

পরপর রেকর্ড বৃষ্টির জেরে পাহাড়ে জনজীবন বিপর্যস্ত হয়েছিল। ১০ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি - সিকিম রুটে ধস নামর কারণে যোগাযোগ বিচ্ছন্ন হয়েছিল  বিভিন্ন এলাকায়। তবে  একাধিক জায়গায় রাস্তার ধস পরিষ্কার হয়েছে। সেসব জায়গায় যান চলাচল শুরু হলেও পুরপুরি ভাবে ভূমিধস পরিষ্কার করে এখনও সচল করা যায়নি শিলিগুড়ি - সিকিম লাইফলাইন।

শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের বিরিক দারায় ধস সরিয়ে যানবাহন চলাচল রবিবার থেকে স্বাভাবিক করেছে জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)। যদিও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ধীর গতিতে গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই কারণে সোমবারও তীব্র যানজট দেখা যায়। তবে বিরিকদারা স্বাভাবিক হলেও রবিবার রাতে সিকিমের ৯ মাইলে ভূমিধস নেমেছে। ফলে ওই এলাকার রাস্তা অবরুদ্ধ হয়েই আছে। ভারী বর্ষণের জেরে ভেসে গিয়েছিল উত্তর সিকিমের গ্যালশিংয়ের একটি সেতু। সীমান্ত সুরক্ষা বলের জওয়ানরা অস্থায়ী সেতু নির্মাণ করেছেন। ওই এলাকায় যাতায়াত আপাতত স্বাভাবিক হয়েছে বলে খবর।

বৃষ্টির পর বিভিন্ন জায়গাতেই জাতীয় সড়কে ধস নামার আশঙ্কার কথাও জানানো হয়েছে। কালিম্পং-সহ একাধিক জায়গায় ঘুরপথ ব্যবহার করা হচ্ছে। জাতীয় সড়কের একাধিক জায়গায় একপাশ দিয়ে গাড়ি চলাচল করছে। ফলে রাস্তায় তীব্র যানজট দেখা দিচ্ছেন। দীর্ঘ সময় ধরে আটকে থেকে নাকাল হতে হচ্ছে চালক থেকে যাত্রীদের। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন একাধিক পর্যটকও।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Low pressure is intensifying in the Bay of Bengal, yellow alert again in the state Read Next

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম...