ছবিঃ ইন্টারনেট
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। তার আগে শহরের এই মহাসম্মেলনকে কেন্দ্র করে যাতে কোনো যানজটের সম্মুখীন হতে না হয় তার জন্য আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশি দিয়েছে। আদলত স্পষ্ট জানায় সভার দিন অর্থাৎ সোমবার সকাল ল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনও যানজট না-হয়, তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। সেই নির্দেশ মেনেই শহরের বেশ কয়েকটি রাস্তার যান নিয়ন্ত্রণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার।
যে রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে:
আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী), বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বমুখী), রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)। সেই সঙ্গে পার্কিং নিষিদ্ধ করা হয়েছে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এলাকায়।
সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এলপিজি, মাছ, মাংস ও অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে। ধর্মতলার দিকে যে রাস্তাগুলি দিয়ে মিছিল যাবে, সেখানে কোনও যানবাহন দাঁড়াতে দেওয়া হবে না। প্রয়োজন হলে সেই সব গাড়িকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। আর সেই নরজদারি ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।