You will be redirected to an external website

গঙ্গাসাগরমুখী ঢল, ভিড় সামলাতে শিয়ালদহে বাড়ল ট্রেন

As soon as the Gangasagar Mela begins, lakhs of pilgrims from different parts of the state, as well as from the country and abroad, have started gathering at the seashore.

ভিড় সামলাতে শিয়ালদহে বাড়ল ট্রেন

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত তো বটেই, দেশ-বিদেশ থেকেও লক্ষ লক্ষ পূণ্যার্থী ভিড় জমাতে শুরু করেছেন সাগরতটে। পুণ্যস্নানের টানে সেই ভিড় ক্রমেই বাড়ছে নামখানা ও কাকদ্বীপ রুটে। এই পরিস্থিতিতে যাত্রীস্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন পরিষেবা আরও বাড়াল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Special Train, SealdahDivision)।

রেল সূত্রে খবর, গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে আগেই ২৩টি বিশেষ ও বাড়তি ট্রেন চালানো হয়েছিল। কিন্তু গত দু’দিনে যাত্রীচাপ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মঙ্গলবারই আরও ৪টি বিশেষ লোকাল ট্রেন সংযোজনের সিদ্ধান্ত নেয় শিয়ালদহ ডিভিশন। ফলে গঙ্গাসাগরমুখী মোট ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭-এ। প্রতিটি ট্রেনে গড়ে আড়াই হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করছেন বলে রেল সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার যে অতিরিক্ত ট্রেনগুলি চালু হয়েছে, সেগুলি মূলত শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল, যেগুলি নামখানা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। ওই ট্রেনগুলির সময়সূচি হল সকাল ৮টা ১৫, ১১টা ২ মিনিট, দুপুর ১২টা ৫০ এবং বিকেল ৩টা ৫০ মিনিট। এর ফলে শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত যাত্রীদের যাতায়াত আরও কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক, চিকিৎসা সহায়তা কেন্দ্র ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। তাঁর কথায়, “গঙ্গাসাগর যাত্রা যেন নিরাপদ, সময়মতো এবং স্বাচ্ছন্দ্যময় হয়, সেটাই আমাদের লক্ষ্য। ট্রেনের সংখ্যা বাড়িয়ে আমরা পুণ্যার্থীদের চাপ কমানোর চেষ্টা করছি।”

মেলার দিন যত এগোবে, ভিড় ততই বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের। সেই ভিড় সামলাতেই রেল ও প্রশাসন দু’পক্ষই আপাতত সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে গঙ্গাসাগরকে ঘিরে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

It was announced on Wednesday that the case will be heard by a bench of Justice Prashant Kumar Mishra and Justice Vipul Manubhai Pancholi at 11:30 am on Thursday. Read Next

বৃহস্পতিবার ইডির মামলা ...