আদিবাসী নৃত্য কর্মশালা
আশিস মণ্ডল, বোলপুর : আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এক অভিনব কর্মশালার আয়োজন করা হয় বোলপুর সাধারণ পাঠাগারে। উদ্দেশ্য একটাই তা হলো আদিবাসী সমাজের নতুন প্রজন্মের কাছে সংস্কৃতিকে তুলে ধরে আদিবাসী জীবন ধারায় তা আজকের দিনে আরো প্রাসঙ্গিক করে তোলা। সেই উদ্দেশ্যে লোকশিল্পীদের নিয়ে তিন দিনের আদিবাসী নৃত্য কর্মশালা শুরু হয় বোলপুর সাধারণ পাঠাগারে। ভারতের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আন্তরিকভাবে সচেষ্ট ও তৎপর কেন্দ্র সরকার ও রাজ্য সরকার।
আশঙ্কার কথা, যত দিন এগোচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে ভারতের এই প্রাচীন সংস্কৃতি। সেই আশঙ্কার কথা গোপন করেননি বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর বুদ্ধদেব হাঁসদা। তিনি বলেন, যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবে আদিবাসী নৃত্য ও তার তাল বাদ্য বাঁশির মিঠেল সুর মানুষকে আকৃষ্ট করে। তবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই আদিবাসী নৃত্য, তাল বাদ্য ও সঙ্গীত চর্চা। কারণ একটাই পাশ্চাত্য সংস্কৃতি বা ডিজে সংস্কৃতি। এরফলে আদিবাসী ধামসা মাদল ইত্যাদি বাদ্যের প্রতি , নতুন প্রজন্মের যুবকেরা আকর্ষণ অনুভব করছেন না। এটা সংস্কৃতির ক্ষতি। সেদিক থেকে এই কর্মশালার আয়োজন খুবই বাস্তবসম্মত।
উল্লেখ্য , এই আদিবাসী সংস্কৃতি প্রবীণ কাছ থেকে নবীনরা গ্রহণ করতে পারে সেই উদ্যোশ নিয়ে তিন দিনের আদিবাসী নিত্য কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। দুই জন আদিবাসী প্রশিক্ষক ৫০ জন আদিবাসী সমাজের মানুষকে প্রশিক্ষণ দিচ্ছেন। এদিনের লোকশিল্পী আদিবাসী নৃত্য কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সহ-সভাপতি স্বর্ণলতা সরেণ, বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর বুদ্ধদেব হাঁসদা, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মাড্ডি, বোলপুরের মহাকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পৌরসভার পুর প্রধান পর্ণা ঘোষ, বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নিলুফা পারভিনসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।