রাস্তা অবরোধ করে প্রতিবাদ
প্রাপ্য শিক্ষার দাবিতে আদিবাসী পড়ুয়াদের রাস্তা অবরোধ। ঘটনা ঝাড়গ্রামের জাম্বনি থানার শাবলমারা এলাকায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার জেরে সাময়ীক ভাবে যান চলাচল ব্যাহত হয়।
নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশন এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়গ্রামের জাম্বনি থানার শাবলমারা এলাকা। আদিবাসী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ,সঠিক সময়ে ক্লাস হয় না, পাশাপাশি নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ফলে চরম সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। শিক্ষার মূলস্রোত থেকে পিছিয়ে পড়ছে বলে দাবি করেন অভিভাবকরা। একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কাটেনি স্কুলের অচলাবস্থা এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। বাধ্য় হয়েই তারা এই আন্দোলনের ডাক দিয়েছে। এদিন প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে থাকে পড়ুয়ারা।
এদিকে রাস্তা অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ঝাড়গ্রামের সঙ্গে একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জাম্বনি থানার পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারীকরা। স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছে আন্দোলনকারীরা।