নতুন করে শান্তি আলোচনায় রাজি ইউক্রেন! রাশিয়ার কোটে বল ঠেলে জানালেন জেলেনস্কি |
শহিদ দিবসের সমর্থনে তৃণমূল শ্রমিক সংগঠনের বিরাট পদযাত্রা
INTTUC-র মহা মিছিল
একুশে জুলাইয়ের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। তার আগেই শহীদ দিবসের সমর্থনে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র উদ্যোগে এক বিশাল পদযাত্রা হল বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে। শনিবার বিকেলে এই মহা মিছিলের নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র সভাপতি রথীন ব্যানার্জি। পাশাপাশি মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার শ্রমিক ও কর্মী।
একুশে জুলাইয়ের সমর্থনে ইতিমধ্যেই জেলা থেকে কলকাতার পথে ভিড় জমিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তার আগে শহিদ দিবসের সমর্থনে জেলায় জেলায় একআধিক কর্মসূচী পালন করছে তৃণমূলের কর্মী সমর্থকরা। শনিবার এমনই কর্মসূচী পালন করা হয় গঙ্গাজলঘাটি ব্লকে। এদিন দুর্লভপুর শ্রমিক ভবন থেকে একটি বিশাল মিছিল্লি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী সমর্থকদের হাতে ছিল প্ল্যাকার্ড ও একুশে জুলাই শহীদদের স্মরণে স্লোগান লেখা পোস্টার। “একুশে জুলাই কেবল শহীদ দিবস নয়, এটি আন্দোলনের প্রেরণা।" আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার অধীনে ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে উপহার দেবেন বলে মন্তব্য করেন রথীন ব্যানার্জি। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন আগামী দিনে তৃণমূলের শ্রমিক সংগঠন ভিবিন্ন কর্মসূচির মাধ্যমেশহীদদের আদর্শ ছড়িয়ে দেবে।
মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকায় কোনো অপ্রাতিকর ঘটনা ঘটেনি। একুশে জুলাই এর সমর্থনে সবচেয়ে বড় এই মিছিল দাবী আয়োজকদের। একুশে জুলাইয়ের সমর্থনে দুর্লভপুরে আইএনটিটিইউসি-র মহা মিছিল এক দৃষ্টান্ত হলেও বাঁকুড়া জেলায় আইএনটিটিইউসি-র উদ্যোগে সাধারণ মানুষের কতটা উন্নয়ন হয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।