You will be redirected to an external website

৭৫-এ মোদি, ফের চর্চায় অবসর জল্পনা, কী চলেছে বিজেপির অন্দরে?

A few days ago, RSS chief Mohan Bhagwat increased the pressure on Modi by hinting at his

৭৫-এ মোদি, ফের চর্চায় অবসর জল্পনা,

বুধবার পঁচাত্তরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্মদিন ঘিরে বিজেপির তরফে দেশজুড়ে উৎসবের আবহ তৈরি করার চেষ্টা হলেও, একই সঙ্গে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, পঁচাত্তরে পৌঁছনোর পর এবার কি তিনি লালকৃষ্ণ আডবানী বা মুরলী মনোহর জোশীর মতো ‘মার্গদর্শকমণ্ডলী’তে চলে যাবেন, না কি আরও কয়েক বছর সক্রিয় রাজনীতির মঞ্চেই নেতৃত্ব দিয়ে যাবেন? বিজেপি ও আরএসএস শিবিরে বহুদিন ধরেই ঘুরেফিরে প্রশ্ন উঠছে, প্রবীণ নেতাদের কি নির্দিষ্ট বয়সসীমা পেরোলেই অবসর নেওয়া উচিত? এদিন সেটিই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

কিছু দিন আগে, আরএসএস প্রধান মোহন ভাগবত ৭৫-এ অবসরের ইঙ্গিত দিয়ে মোদির উপর চাপ বাড়িয়েছিলেন। ছ’দিন আগে ভাগবত নিজে ৭৫-এ পা দিয়েছেন। জন্মদিনের আগে অবশ্য সংঘপ্রধান নিজের অবসরের সম্ভাবনা উড়িয়ে দেন। তাতে খুশি হয়ে মোদি ভাগবতের জন্মদিনে বিভিন্ন সংবাদপত্রে বিশাল নিবন্ধ লেখেন। সংঘপ্রধান নিজের অবসরের সম্ভাবনা এড়ালেও মোদির অবসর নিয়ে জল্পনা বিজেপিতে এবং সংঘে বন্ধ হয়নি।

বস্তুত, এই বিতর্কের সূত্রপাত ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়। মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে বিজেপির অনেক প্রবীণ নেতা দলের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন। সেই সময় থেকেই প্রচার হতে থাকে, ৭৫ বছর বয়সের পরে নেতারা সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। যদিও বিজেপির সংবিধানে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক নীতি নেই। প্রবীণ সাংবাদিক ডি কে সিং জানিয়েছেন, দলীয় মুখপাত্ররা অফ দ্য রেকর্ড এই প্রসঙ্গ তুললেও তা কখনওই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সেই সময় আডবানী, জোশী-সহ বেশ কয়েকজন বর্ষীয়ান নেতাকে ‘মার্গদর্শকমণ্ডলী’তে স্থান দেওয়া হয়, যদিও তাঁদের কার্যত কোনও সক্রিয় ভূমিকা ছিল না। বলা যেতে পারে, জোর করে প্রাজ্ঞ দুই রাজনীতিককে ‘রাজনৈতিক সন্ন্যাসে’ নির্বাসিত করা হয়। কমবয়সি প্রধানমন্ত্রী মোদির সামনে আডবানী, জোশীদের মতো প্রবীণ নেতারা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। তাঁদের উপস্থিতিতে কোনও সিদ্ধান্ত নিতে মোদির সমস্যা হতে পারে। সে কারণেই মোদির প্রধানমন্ত্রী পদকে দলেই নিরঙ্কুশ করতে এহেন সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার নিজের ক্ষেত্রে ‘৭৫-এ অবসর’ মেনে ক্ষমতা থেকে সরতে চাইবেন কি মোদি? কংগ্রেসের এক নেতা সোমবারই প্রশ্ন তুলেছিলেন যে বুধবার ৭৫ পূর্ণ করে মোদি রাজনীতি থেকে অবসর নেবেন কি না। এদিন, কলকাতায় এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “নরেন্দ্র মোদি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন। এবং মোদির স্বেচ্ছাবসর হবে। মোদি অপরাজেয়।” শমীকের এই দাবি নিয়েও চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে।

সাংবাদিক সুনীল গাতাড়ের মতে, এটি ছিল আসলে প্রবীণ নেতাদের সম্মানজনকভাবে সাইডলাইন করার নরম নির্দেশিকা, কঠোর নীতি নয়। বিজেপির শীর্ষনেতৃত্বের বক্তব্য সম্পূর্ণ আলাদা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির সংবিধানে ৭৫ বছর বয়সে অবসর নেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই এবং প্রধানমন্ত্রী মোদি পূর্ণ দায়িত্বে দেশকে নেতৃত্ব দেবেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Apple's new iPhone 17 series has arrived in the Indian market from today. Read Next

লাখ টাকা দামের আইফোন কিন...