You will be redirected to an external website

জাতীয় পুরস্কারে সম্মানিত বাংলার দুই শিক্ষক, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Two Bengali teachers honored with national awards, CM congratulates them

জাতীয় পুরস্কারে সম্মানিত বাংলার দুই শিক্ষক

জাতীয় শিক্ষক সম্মান ২০২৫-এ (National Teachers' Award 2025)
সাফল্য পশ্চিমবঙ্গের (West Bengal Instructor) দুই প্রশিক্ষক। দুর্গাপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর প্রশিক্ষক সুকান্ত কোনার ও ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে সম্মানিত করল কেন্দ্র। গোটা দেশের মধ্যে মাত্র ১৬ জন এই পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যেই রয়েছেন দুর্গাপুরের এই দুই প্রশিক্ষক।

এই সম্মান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুক্রবার সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন পুরস্কৃত প্রশিক্ষকদের। তিনি বলেন, “এই স্বীকৃতি প্রমাণ করে যে, রাজ্য সরকার বিশ্বমানের প্রযুক্তিগত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের পরিকাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর। কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই সাফল্য শুধু পুরস্কৃত দুই প্রশিক্ষক ও তাঁদের পরিবারের গর্ব নয়, বরং গোটা রাজ্যের প্রযুক্তিগত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রেরই সাফল্য।

শিক্ষক দিবস মানেই যেমন আবেগঘন স্মৃতি, তেমনই শিক্ষকদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠাকে সম্মান জানানোর দিন। আর এ বছর সেই দিনেই বাংলার গর্ব— দুই শিক্ষককে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) তাঁদের হাতে এই সম্মান তুলে দেবেন।

ইন্দ্রনীল মুখোপাধ্যায় স্কুল শিক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আধুনিক পাঠ্যপদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করে তিনি ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনাকে সহজ ও আকর্ষণীয় করেছেন। গ্রামীণ প্রেক্ষাপট হোক বা শহুরে পরিবেশ— সর্বত্রই তাঁর শিক্ষা কার্যক্রম প্রশংসিত। শুধু পড়াশোনা নয়, ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলায়ও তাঁর অবদান অনস্বীকার্য।

অন্যদিকে, সুকান্ত কোনার শিক্ষাক্ষেত্রে তাঁর সৃজনশীলতা ও অভিনব শিক্ষাপদ্ধতির জন্য সমাদৃত। তাঁর প্রচেষ্টায় অনেক স্কুলে বিজ্ঞানচর্চা নতুন রূপ পেয়েছে। পরীক্ষার সাফল্যের বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান অন্বেষণের মানসিকতা গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। তাঁর উদ্যোগে বহু ছাত্রছাত্রী জাতীয় স্তরের বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Shobhan unhappy with divorce case being dismissed, hints at moving to higher court against Ratna Read Next

ডিভোর্স মামলা খারিজ হওয়...