You will be redirected to an external website

উত্তরপ্রদেশের উন্নয়নে গতি বাড়ানোই উদ্দেশ্য, ২৪ হাজার কোটির অতিরিক্ত বাজেট যোগী সরকারের

To continue the wheel of development in Uttar Pradesh, the supplementary budget for the financial year 2025-26 has been presented in the Assembly.

উত্তরপ্রদেশের উন্নয়নে গতি বাড়ানোই উদ্দেশ্য

উত্তরপ্রদেশের উন্নয়নের চাকাকে অব্যাহত রাখতে বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের অতিরিক্ত বাজেট পেশ। সোমবার শীতকালীন অধিবেশনে অর্থমন্ত্রী সুরেশ খান্না মোট ২৪,৪৯৬.৯৮ কোটি টাকার এই বাজেট পেশ করেন। সরকারের মূল লক্ষ্য হল রাজ্যের পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়িত করা।

এবারের মূল বাজেটের পরিমাণ ছিল ৮,০৮,৭৩৬.০৬ কোটি টাকা। নতুন অতিরিক্ত বাজেটটি মূল বরাদ্দের প্রায় ৩.০৩ শতাংশ। এর ফলে চলতি অর্থবর্ষে উত্তরপ্রদেশের মোট বাজেট বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮,৩৩,২৩৩.০৪ কোটি টাকা। এই নতুন বরাদ্দের মধ্যে ১৮,৩৬৯.৩০ কোটি টাকা রাজস্ব খাতে এবং ৬,১২৭.৬৮ কোটি টাকা মূলধনী ব্যয় হিসেবে ধরা হয়েছে।

রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শিল্প ও বিদ্যুৎ ক্ষেত্রে বড় অংকের টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্পোন্নয়নে ৪,৮৭৪ কোটি এবং বিদ্যুৎ খাতে ৪,৫২১ কোটি টাকা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৩,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া নগরোন্নয়নে ১,৭৫৮.৫৬ কোটি এবং কারিগরি শিক্ষায় ৬৩৯.৯৬ কোটি টাকা রাখা হয়েছে।

পরিবেশবান্ধব শক্তির প্রসারে ইউপিএনইডিএ-কে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। মহিলা ও শিশু কল্যাণে ৫৩৫ কোটি এবং আখ চাষীদের সাহায্যার্থে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

অর্থমন্ত্রী সুরেশ খান্না জানান, কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী উত্তরপ্রদেশের জিএসডিপি বেড়ে দাঁড়িয়েছে ৩১.১৪ লক্ষ কোটি টাকা। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে উত্তরপ্রদেশ এখন একটি রাজস্ব-উদ্বৃত্ত রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত জরুরি প্রয়োজন মেটাতেই এই অতিরিক্ত অনুদান আনা হয়েছে বলে তিনি জানান।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Digha is one of the state's tourist destinations. Although Digha is crowded with people all year round, the number increases several times during Christmas and New Year. Read Next

বড়দিনে দিঘায় ভিড়ের সম...