You will be redirected to an external website

২২ দিন পর ফের চালু হল বৈষ্ণোদেবী যাত্রা, বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর!

The Vaishno Devi Yatra, a pilgrimage to the hill shrine of Vaishno Devi in ​​Jammu and Kashmir's Katra district, resumed on Wednesday after a 22-day hiatus

২২ দিন পর ফের চালু হল বৈষ্ণোদেবী যাত্রা

২২ দিনের বিরতির পর জম্মু ও কাশ্মীরের কাটরা জেলার পাহাড়ি মন্দির বৈষ্ণো দেবীর দর্শন-যাত্রা ফের শুরু হল বুধবার থেকে (Vaishno Devi Yatra Resumes)। প্রবল মেঘবৃষ্টি ও ভূপাতন-ঘটিত ভূমিধসের পর এই যাত্রা স্থগিত রাখা হয়েছিল। এই প্রাকৃতিক বিপর্যয়ে ৩৪ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছিল এবং আহতের সংখ্যা ছিল একাধিক।

মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড (SMVDSB) মঙ্গলবার রাতেই টুইট করে জানায় যে, 'আবহাওয়া অনুকূল থাকলে বুধবার থেকে যাত্রা পুনরায় শুরু হবে।' এরপরই আজ ভোরে বানগঙ্গা দর্শনী গেট, যেটি যাত্রার সূচনাপথ, সেখানে ভক্তদের ঢল নামে। অনেকেই আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন।

SMVDSB কর্মকর্তারা জানান, যাত্রা সকাল ছ'টায় দুই রুট থেকেই শুরু হয়। ভক্তদের জন্য কিছু নির্দেশিকা রয়েছে। যেমন, বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, নির্ধারিত পথেই যাত্রা এগোবে এবং মাঠে থাকা কর্মীদের সঙ্গে সহযোগিতার কথাও বলা হয়েছে। এছাড়া স্বচ্ছতা ও তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্যই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড (RFID)-ভিত্তিক ট্র্যাকিং বাধ্যতামূলক করা হয়েছে।

বিপর্যয় কাটিয়ে বর্তমানে যাত্রাপথ নিরাপদ ঘোষণা হওয়ার পর এবার পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আগামী দিনে, বিশেষত ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলা নবরাত্রির সময়, এখানে আরও বেশি সংখ্যক ভক্ত আসতে পারেন। যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা ও তত্ত্বাবধানে সতর্কতা অব্যাহত থাকবে, যাতে ভক্তরা নিরাপদে মন্দিরে পৌঁছতে পারেন।

গত রবিবার থেকেই বৈষ্ণো দেবীর যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে অতিভারী বৃষ্টির কারণে দিন পিছিয়ে আনা হয়েছিল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...