গলসির ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি
দরজা বন্ধ কেবিনে তৃণমূল কংগ্রেসের বিধায়কের টাকা ভাগের ভিডিও প্রকাশ্যে। তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, সহকারী-সভাপতি অনুপ চ্যাটার্জি ব্যাগে করে টাকার বাণ্ডিল নিয়ে আসছেন এবং টেবিলে নামাচ্ছেন। সেই টাকা পরে গুনে করে বিধায়ক নেপাল ঘোরুই ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল ভাগ করছেন। ভিডিওতে দেখা যায়, উভয়ই নিজের নিজের পকেটে টাকাগুলি ঢোকাচ্ছেন.।
ভিডিওতে অনুপ চ্যাটার্জি সিগারেট খেতে খেতে টাকার হিসাব লিখছেন কি না- এটা স্পষ্ট নয়। সাতটি বাণ্ডিলে লক্ষাধিক টাকা থাকার কথাও জানা গেছে। এই ঘটনার সত্যতা এখনও যাচাই করা হয়নি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই টাকার উৎস কী, কেন গণনা করে ভাগ করা হচ্ছে, এবং এটি কি সমিতির প্রকল্পের অর্থ না অন্য কোনও উৎস থেকে এসেছে।
গলসি ১ পঞ্চায়েত সমিতির কার্যক্রম ও নিয়ন্ত্রণ বর্তমানে অনুপ চ্যাটার্জি ও পার্থ মণ্ডলের হাতে। জানা যায়, পার্থ বিধায়ক নেপাল ঘোরুইয়ের ছায়া সঙ্গী এবং রাজ্য সরকার তার নিরাপত্তা নিশ্চিত করেছে। এর ফলে কিছু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই বড় অঙ্কের টাকা বহনের পেছনে কি সেই নিরাপত্তার প্রয়োজন ছিল।
উল্লেখযোগ্য, কয়েক বছর আগে বিনা টেন্ডারেই মিডডে মিলের রান্নাঘর সংস্কারের কাজের জন্য ১৩,৭১,৯০৫ টাকা অনুপ চ্যাটার্জির ঘনিষ্ঠ এক ঠিকাদার পেয়েছিলেন। পরে দুর্নীতির অভিযোগ আসার পর তৎকালীন বিডিও দেবলীনা দাস তড়িঘড়ি কাজ শুরু করেছিলেন।
রাজনৈতিক মহলে এই ভিডিও নিয়ে তীব্র সমালোচনা চলছে, আর বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলেছেন, এই টাকা সমিতির প্রকল্পের টাকা কি না।