we will redirect to expressnews.network in 10 seconds Close

You will be redirected to an external website

প্রশ্নপত্র কান্ডে ক্ষমাপ্রার্থী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সাংবাদিক সম্মেলনে 'অনিচ্ছাকৃত ভুল' বললেন উপাচার্য দীপক কর

Vidyasagar University apologizes for question paper scandal, VC Deepak Kar says 'unintentional mistake' in press conference

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

প্রশ্নপত্র কান্ড ঘিরে একাধিক প্রশ্নের মুখে পড়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের ভূমিকার গাফিলতি নিয়েও কটাক্ষ করেছেন অনেকেই। আর এই ঘটনা সামনে আসতেই সরব হন শিক্ষামহল। এরপর বৃহস্পতি বার প্রশ্ন বিতর্কে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ত্রুটি কে অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চাইলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর। সেই সঙ্গে প্রশ্ন নিয়ন্ত্রক কমিটির সদস্যদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিদ‌্যাসাগর বিশ্ববিদ‌্যালয়ের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস অনার্সের সি ১৪-টি পেপার তথা মডার্ণ ন‌্যাশনালিজম ইন ইন্ডিয়া বিষয়ে পরীক্ষা ছিল। সেই প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১২ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম‌্যাজিষ্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’এই প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বইয়ে গিয়েছে জেলার শিক্ষামহলে। প্রশ্ন উঠতে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ বলা হল কেন? নিন্দায় সরব হন শিক্ষাবীদ থেকে অধ্যাপকরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকই পরীক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। স্নাতক স্তরের জন্য ‘বোর্ড অফ স্টাডিজ’ নামের একটি বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকে। তার এক জন চেয়ারম্যান থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়েরই সদস্য। বাকি যাঁরা থাকেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের সদস্য। সেই বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং আর এক সদস্যকে  এই ঘটনার পরই তাদের পদ থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক সম্মেলনে উপাচার্য বলেন, ‘‘যে হেতু তাঁদের সই ছিল, তাই তাঁদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হয়েছে। চেয়ারম্যান যিনি, তিনি বিশ্ববিদ্যালয়েরই এক জন অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি কলেজের অধ্যাপক।’’

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Primary Education Board will verify documents! Why were more than two thousand job seekers excluded? Read Next

নথি যাচাই করবে প্রাথমিক ...