ভক্তদের চাপে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিজয়, চেন্নাই বিমানবন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাইরাল ভিডিও |
ভক্তদের চাপে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিজয়, চেন্নাই বিমানবন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাইরাল ভিডিও
ভক্তদের চাপে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিজয়
মালয়েশিয়া থেকে ভারতে ফেরার পথে চেন্নাই বিমানবন্দরে এক অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হলেন অভিনেতা থলপতি বিজয়। তাঁকে ঘিরে ভক্তদের বাঁধনছাড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।
গত শনিবার মালয়েশিয়ায় বিজয়ের নতুন ছবি 'জন নয়াগন'-এর অডিও লঞ্চ অনুষ্ঠান ছিল। এই আয়োজনটি মালয়েশিয়ার ইতিহাসে বিরল এক রেকর্ড গড়েছে, যেখানে প্রায় ১ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। কোনো ছবির অডিও লঞ্চ উপলক্ষে সে দেশে আগে কখনো এত বড় জমায়েত দেখা যায়নি।
অডিও লঞ্চের অনুষ্ঠান সফলভাবে শেষ করে রবিবার রাতে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করেন বিজয়। তাঁর ফেরার খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে থিকথিকে ভিড় জমান অসংখ্য অনুরাগী। তারকা যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, তখন ভক্তদের প্রবল চাপে তিনি ভারসাম্য হারিয়ে এক সময় মাটিতে পড়ে যান।
পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত বিজয়কে কোনোমতে ভিড় থেকে তুলে ধরে পাহারার মাধ্যমে তাঁর গাড়িতে পৌঁছে দেন। এই গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জনপ্রিয় এই তারকাকে একঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে কার্যত লড়াই শুরু হয়ে গিয়েছিল।