You will be redirected to an external website

পদপিষ্টের ঘটনার দু’মাস পর ফের জনসভা করতে চান বিজয়, অনুমতি চেয়ে পুলিশকে চিঠিও পাঠাল দল

Two months after the tragic Karur Stampede accident, TVK lead actor Vijay is looking to resume his state tour.

পদপিষ্টের ঘটনার দু’মাস পর ফের জনসভা করতে চান বিজয়

করুরের মর্মান্তিক পদপিষ্ট (Stampede Karur) দুর্ঘটনার দু’মাস পর ফের রাজ্যজুড়ে সফর শুরু করতে চাইছেন টিভিকে প্রধান অভিনেতা বিজয় (Vijay)। সেই লক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর সেলেম জেলায় এক বৃহৎ জনসভার (Rally) জন্য পুলিশের কাছে অনুমতি চাইল দল।

মঙ্গলবার সেলেমের পুলিশ কমিশনারের (Police Commissioner) দফতরে আবেদন জমা দিয়েছেন দলের জেলা সম্পাদক। প্রস্তাবিত তিনটি সম্ভাব্য স্থান— বোস ময়দান, ফোর্ট ময়দান এবং সিলানাইকেনপট্টি এলাকার একটি বেসরকারি মাঠ।

তবে ২৭ সেপ্টেম্বর করুরের ভেলুসামিপুরমে টিভিকে-র সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুতে যে প্রশ্নের ঝড় উঠেছিল, তার রেশ এখনও কাটেনি। ওই বিপর্যয়ের পর থেকেই রাজনৈতিক জমায়েত নিয়ে তামিলনাড়ু জুড়ে বাড়ছে নজরদারি।

রাজ্য সরকার শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে জমা দেবে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (SOP)। টিভিকে আগে আদালতে অভিযোগ করেছিল, পুলিশ শুধুমাত্র তাদের সভার ক্ষেত্রেই “অবাস্তব ও কঠোর” শর্ত চাপিয়ে দিচ্ছে। তাই সব দলের জন্য এক নিয়ম করার আবেদন জানিয়েছিল দলটি।

সেলেম পুলিশের সূত্রের দাবি, আবেদনটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বাধা হতে পারে তারিখ। ৪ ডিসেম্বর তিরুবন্নামলাইয়ের বড় উৎসব উপলক্ষে বহু জেলা থেকে পুলিশ বাহিনী মোতায়েন থাকে। পাশাপাশি ঘটনাটি বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর ঠিক কাছাকাছি— যে সময় নিরাপত্তা জোরদার থাকে।

করুর বিপর্যয়ের তদন্ত এখন সিবিআইয়ের হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত প্যানেল গোটা তদন্ত তদারকি করছে।

এর আগে তামিলনাড়ু পুলিশ পদপিষ্টের জন্য টিভিকে-কেই দায়ী করেছিল। বিজয়ের “মারাত্মক দেরি” এবং খাবারের অভাব ভিড়কে অস্থির করে তুলেছিল বলে অভিযোগ তোলে। দল অবশ্য পাল্টা দাবি করে বলে, বিজয় মঞ্চের কাছে যেতেই ভিড় সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ। অভিযোগ, শাসক ডিএমকে-র “ষড়যন্ত্রে” ওই দুর্ঘটনা ঘটেছিল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The wedding was over, the groom had just taken his seat - at that moment, his first wife suddenly appeared on stage (first wife halts wedding in Basti). Read Next

মালাবদল সারা, হঠাৎ মণ্ডপ...