You will be redirected to an external website

উত্তরে বাড়ছে ভোটের উত্তাপ, চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

Voting heat is increasing in the north, the Chief Minister is likely to visit North Bengal this month

উত্তরে বাড়ছে ভোটের উত্তাপ

চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১৭ থেকে ২১ তারিখের মধ্যে তিনি উত্তরবঙ্গ যেতে পারেন। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন। আবহাওয়া ঠিক থাকলে যেতে পারেন পাহাড়ে। মুখ্যমন্ত্রীর কোচবিহারে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের চেয়ে ভাল ফল করেছিল বিজেপি। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোট আসন ৫৪। এবার সেখানে ৪০টি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

গেরুয়া শিবির যে উত্তরবঙ্গে বাড়তি নজর দিচ্ছে, রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরই তা বুঝিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্য। সভাপতি হওয়ার পরই তিনদিনের সফরে উত্তরবঙ্গে যান তিনি। সেখানে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিজেপির নব্য ও পুরনো নেতা-কর্মীদের সংঘবদ্ধ করার চেষ্টা করেন।

শমীক উত্তরবঙ্গ সফর সেরে আসার কয়েকদিন পর ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে সামিল হন শুভেন্দু। একদিকে ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ। ওইদিনই উত্তরকন্যা অভিযানের পর শিলিগুড়ির সভা থেকে শুভেন্দু দলের নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দেন। তাঁর স্পষ্ট বার্তা, উত্তরবঙ্গ থেকে বিজেপির টার্গেট ৪০টি আসন।

এই পরিস্থিতিতে চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর বেড়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যান। ভিনরাজ্যে বাংলভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন মুখ্যমন্ত্রী।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Sukanta Majumdar's sharp criticism against the state government! Read Next

রাজ্য় সরকারের বিরুদ্ধে ...