You will be redirected to an external website

আমরা অসমের অস্তিত্ব বাঁচাচ্ছি, দিদি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে আপস করছেন: হিমন্ত

We are preserving the existence of Assam, sister you are compromising with the future of Bengal: Himanta

দিদি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে আপস করছেন: হিমন্ত

অসমে (Assam) বাংলাভাষী মানুষের উপর (Bangla Language) ‘ভাষাগত বৈষম্য’ (Language Politics ) নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তোপ দাগার কিছুক্ষণের মধ্যেই জবাব দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মমতার দাবির জবাবে হিমন্ত বলেন, অসমের হিন্দুরা সংখ্যালঘু হওয়ার প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগ খারিজ করে দিয়ে বলেন, তাঁর সরকার যে কোনওরকম ভয়ভীতি কাটিয়ে সীমান্ত ডিঙিয়ে চলতি ও বেপরোয়া মুসলিম অনুপ্রবেশ প্রতিরোধ করে যাবে।

এক্সে একটি দীর্ঘ জবাবে বিশ্বশর্মা লিখেছেন, বাংলাদেশ থেকে অনবরত মুসলিম অনুপ্রবেশে তাঁর রাজ্যের ধর্মীয় জনসংখ্যার হার বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, নিজ ভূমেই হিন্দু সম্প্রদায় একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। এটা কোনও রাজনৈতিক কথার কথা নয়। এটাই এখন বাস্তব চিত্র। সুপ্রিম কোর্ট পর্যন্ত অনুপ্রবেশকে বৈদেশিক আগ্রাসন নামে চিহ্নিত করেছে। আর যখন আমরা আমাদের জমি, সংস্কৃতি ও আত্মপরিচয় বাঁচানোর জন্য রুখে দাঁড়াই, তখনই আপনি সেটা নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন, লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মার কথায়, আমরা ভাষা ও ধর্মের ভিত্তিতে বিভেদ করিনি, করছি না। অহমিয়া, বাংলা, বোড়ো, হিন্দি সব ভাষাভাষীর মানুষ এই রাজ্যে রয়েছেন। কিন্তু, নিজের সীমান্ত ও সাংস্কৃতিক ভিত্তিকে বাঁচাতে না পারলে কোনও সভ্যতাই পৃথিবীতে টেকেনি। তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে বিশ্বশর্মা বলেন, তাঁর রাজ্য যেভাবেই হোক অসমের ঐতিহ্য, সম্মান ও এখানকার ভূমিপুত্রদের রক্ষা করে যাবে।

আমরা যখন অসমের অস্তিত্ব রক্ষার কাজ করে যাচ্ছি, দিদি, আপনি তখন বাংলার ভবিষ্যৎ নিয়ে আপস করছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের অবৈধ জবরদখলকে উৎসাহ দিচ্ছেন। ভোটব্যাঙ্কের খাতিরে একটি ধর্মীয় সম্প্রদায়কে তোষণ করে চলেছেন। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে জাতীয় সংহতিকে বিপদে ফেলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ নিয়ে নীরব রয়েছেন। এর আগেও হিমন্ত বিশ্বশর্মা বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন, বাংলাভাষী মুসলিমদের জন্যই তাঁর শুধু মাথাব্যথা। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Himachal is a death trap in the monsoon! 116 dead in a month due to landslides and floods, with an economic loss of 12.3 billion rupees in the state. Read Next

বর্ষায় মৃত্যুপুরী হিমাচ...