দুর্গাপুজোর আগেই লক্ষ্মীলাভ! জালে উঠল ৫০টি নড়ে ভোলা, দর উঠল সাড়ে ৪ লক্ষ টাকা |
দেশের যুবসমাজকে বাঁচাতে চিরতরে মাদক ব্যবসার চক্র ভেঙে দেব: অমিত শাহ
দেশের শ্রীবৃদ্ধি ও বিকাশের জন্য মাদকহীন ভারত গড়ে তোলা জরুরি
দেশ থেকে মাদক চোরাচালানকারী ও মাদকের ব্যবসা লোপাট করে দেওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহ বলেন, নরেন্দ্র মোদী সরকার দেশ থেকে সমস্তরকমের নেশাদ্রব্য মুছে ফেলতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সর্বাত্মক ভূমিকায় নামবে কেন্দ্র। দ্বিতীয় ন্যাশনাল কনফারেন্স অফ হেডস অফ অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্সের সভায় এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ড্রাগস ব্যবসা চক্রকে দেশ থেকে মুছে ফেলার সময় এসে গিয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আয়োজিত সভায় শাহ বলেন, এর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের মাত্রা আরও বাড়াতে হবে। সরকার দেশকে মাদকহীন করতে দৃঢ় পদক্ষেপ করবে। প্রধানমন্ত্রী মোদী ২০৪৭ সালকে লক্ষ্যমাত্রা হিসেবে ধরে এগোচ্ছেন। দেশের শ্রীবৃদ্ধি ও বিকাশের জন্য মাদকহীন ভারত গড়ে তোলা জরুরি।
পাকিস্তান কিংবা কারও নাম না করেই শাহ বলেন, বিশ্বের কোনও কোনও প্রান্তে মাদক ব্যবসাই তাদের দেশের অর্থনীতির ভিত। দুর্ঘটনাচক্রে এর মধ্যে দুটি অঞ্চল ভারতের খুব কাছাকাছি রয়েছে। সেখান থেকেই মূলত গোটা পৃথিবীর মাদক তৈরি ও সরবরাহ হয়ে থাকে। ফলে আমাদের এখন সময় এসেছে, এর বিরুদ্ধেও রুখে দাঁড়ানো। দেশের ভবিষ্যৎ যুবসমাজকে মাদকের নেশা থেকে মুক্ত করতেই হবে।
শাহ জানান, মাদক পাচারচক্র তিন ধরনের। একটি হল দেশে ঢোকার সমস্ত পয়েন্টে কাজ করে। আরেকটি হল রাজ্যগুলির প্রবেশদ্বারগুলিতে কাজ করে। আর তৃতীয়টি হচ্ছে ছোট ছোট দলে ভাগ হয়ে অর্থাৎ দোকান, ভাটি ইত্যাদিতে ঘাপটি মেরে তা বিক্রি করে। এবার এই তিন রকমেরই চক্র ভেঙে ফেলার কাজ করবে সরকার। আমি মনে করি আপনাদের মতো অফিসারদের পক্ষেই তা সম্ভব।