You will be redirected to an external website

দক্ষিণবঙ্গে বৃষ্টির খেলা শেষ?কী বলছে আবহাওয়া দফতর?

A low pressure area in the Bay of Bengal has crossed Odisha and reached Chhattisgarh.

দক্ষিণবঙ্গে বৃষ্টির খেলা শেষ?

ওড়িশা পেরিয়ে ছত্তিসগঢ়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। আবহাওয়া দফতর অন্তত তেমনটাই বলছে। এদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারেও ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে। শুধু বৃহস্পতিবারই বৃষ্টি হয়ে রেহাই মিলবে এমনটা নয়।

আবহাওয়া দফতর বলছে, কালও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। উপরের দিকের জেলাগুলির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলিতেও। তবে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে চললেও আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কলকাতা-সহ আশপাশের এলাকাগুলিতে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হত পারে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। 

তবে আবহাওয়া এও দফতর বলছে, খুব অল্প হলেও যে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হবে তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Those who frequently travel to Pakistan cannot lead Assam', Shah said to whom Read Next

'যাঁরা ঘনঘন পাকিস্তানে য...