শনি-রবিবারে পুজোর শপিংয়ের প্ল্যান?
দুর্গাপুজোর আর মেরেকেটে ২০ দিন বাকি। এখন থেকেই আকাশে উৎসবের আমেজ। আর পুজো মানেই চুটিয়ে শপিং। যাদের কেনাকাটা করার পরিকল্পনা, তাদের জন্য উইকএন্ডে রয়েছে সুখবর।এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। তবে উত্তরবঙ্গের আকাশ থেকে বৃষ্টির ভ্রূকূটি এখনই দূর হচ্ছে না। সেখানে এখনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বাংলার উপর থেকে নিম্নচাপের ফাঁড়া আপাতত কেটেছে। নিম্নচাপটি ধীরে ধীরে ছত্তীসগঢ় হয়ে মধ্য প্রদেশে চলে যাচ্ছে। এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই বলছে মৌসম ভবন।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে।
মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে জলীয় বাষ্প ঢুকছে। বাড়ছে তাপমাত্রাও। বৃষ্টি না হলে, বাতাসে আর্দ্রতা বেশি থাকবে। এর ফলে গরম, অস্বস্তি থাকবে দিনভর। তবে আগামী সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্য়দিকে, উত্তরবঙ্গে ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল ২৭ ডিগ্রি, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে পুজো যত এগিয়ে আসবে, ততই বৃষ্টির পরিমাণ বাড়বে। মহালয়া থেকেই বৃষ্টির দাপট বাড়বে। দুর্গাপুজোর সময়ও বৃষ্টি হতে পারে।