You will be redirected to an external website

শীতের দেখা নেই, কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! তবে কি বৃষ্টি আসন্ন?

December is now in the middle of the sky. But now the familiar winter is not seen in Bengal. After being below normal continuously, the mercury in Kolkata is above normal.

শীতের দেখা নেই, কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা

ডিসেম্বর এখন মধ্যগগনে। কিন্তু এখন সেইভাবে চেনা শীতের দেখা মিলছে না বঙ্গে। একটানা স্বাভাবিকের নিচে থাকার পর কলকাতায় স্বাভাবিকের ওপরে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি। পশ্চিমের ও উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১৭ ডিসেম্বর। তার জেরে সামান্য বেড়েছে তাপমাত্রা। কলকাতায় স্বাভাবিকের ওপরে পারদ। কলকাতায় আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েক দিন। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

After his humiliating defeat in the Bihar elections, pollster Prashant Kishor has started scoring new numbers. Read Next

দিল্লিতে প্রিয়াঙ্কা সাক...