প্রার্থনা বদলে গেল হাহাকারে!
পুজোর ঝুড়ি হাতে অসংখ্য মহিলা ঠাসাঠাসি করে আটকে রয়েছেন ছোট্ট জায়গায়, কেউ কেউ একটু খোলা বাতাসে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন, কেউ আবার চিৎকার করছেন একটু সাহায্যের জন্য (Andhra temple stampede)।
শেষ পর্যন্ত সেই ভিড়ের চাপেই পিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১০ জন ভক্তের, যাঁদের বেশিরভাগই মহিলা। ভাইরাল ভিডিওতে ধরা পড়ল মর্মান্তিক সেই দৃশ্য (Andhra Pradesh mandir stampede viral video)।
ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা, ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশীর পুজো উপলক্ষে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, মন্দিরের সরু করিডরে লোহার রেলিংয়ের দু’পাশে দাঁড়িয়ে ছিলেন শতাধিক মহিলা। আচমকা হুড়োহুড়িতে তাঁরা একে অন্যের উপর পড়ে যান। কেউ মরিয়া হয়ে লোহার রেলিং টপকে পালানোর চেষ্টা করছেন, কেউ আবার কান্না জুড়ে দিয়েছেন, 'বাঁচাও' 'বাঁচাও' চিৎকার চারদিকে। শোনা যাচ্ছিল আর্তনাদ। কিছু পুরুষ ভক্ত প্রাণপণ চেষ্টা করছিলেন তাঁদের টেনে তুলতে।
চাঞ্চল্যকর ভিডিওতে ধরা পড়েছে, কয়েকজন আহতকে মন্দিরের বাইরেই আত্মীয়রা সিপিআর দেওয়ার চেষ্টা করছেন। কেউ তাঁদের হাত ঘষে রক্তচলাচল ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করছেন। সরকারি সূত্র বলছে, মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ভক্ত।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। এক বিবৃতিতে তিনি বলেন, “ভেঙ্কটেশ্বরা মন্দিরে এই মর্মান্তিক পদপিষ্টে প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছি।” তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন।
উপ-মুখ্যমন্ত্রী পাওন কল্যাণ জানিয়েছেন, “এই দুর্ঘটনা গভীরভাবে মর্মাহত করেছে। কাশিবুগ্গার এই মন্দিরটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে চলে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।”
তিনি আরও বলেন, “কার্তিক মাসে রাজ্যের প্রধান মন্দিরগুলিতে বিপুল জনসমাগম হয়। তাই এন্ডাওমেন্টস দফতরের কর্তাদের অনুরোধ করছি, সঠিক কিউ ম্যানেজমেন্ট নিশ্চিত করুন। যেন মহিলা, শিশু ও বৃদ্ধদের কোনও অসুবিধা না হয়।”
শোকবার্তা জানিয়েছেন রাজ্যপাল এস. আব্দুল নাজিরও। রাজভবনের বিবৃতিতে জানানো হয়েছে, “রাজ্যপাল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহত তীর্থযাত্রীদের সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন।”