You will be redirected to an external website

‘মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না..’ মিঠুনকে পাল্টা খোঁচা ‘চৈতন্য ভক্ত’ ফিরহাদের

The elections are approaching. The soil of Bengal is heating up in a familiar pattern.

মিঠুনকে পাল্টা খোঁচা ‘চৈতন্য ভক্ত’ ফিরহাদের

ভোট আসছে। চেনা ছকেই তপ্ত হচ্ছে বঙ্গের মাটি। আর ভোট এলেই নরমে-গরমে আক্রমণে নেমে পড়েন সব দলের নেতারাই। শাসক থেকে বিরোধী, বাদ যান না কেউই। মার খেয়ে এলে পাল্টা মার দিন। এদিনই আরামবাগে কর্মী সভায় গিয়ে এ ভাষাতেই কর্মীদের অক্সিজেন দিয়ে এসেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তবে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল।

তবে এর আগে তৃণমূলের উদয়ন গুহ থেকে মদন মিত্রের মুখেও শোনা গিয়েছিল কার্যত একই ভাষা। অন্যদিকে সুকান্ত-অর্জুনরাও একই নিদান দিয়েছিলেন। অনুব্রতের মুখেও একই আক্রমণের সুর ছিল। এবার ময়দানে মিঠুন। এদিন আরামবাগে কর্মীসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক্কেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, “আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। মার দিতে এলে পাল্টা মার দিয়ে আসবেন।” তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তরজা। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই ঘুরপথে খোঁচা দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। 

মিঠুন প্রসঙ্গ উঠতেই নিজেকে শ্রীচৈতন্যের ভক্ত বলে নিজেকে দাবি করলেন রাজ্যের মন্ত্রী। বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে ফিরহাদ বললেন, “বাংলায় মারামারির রাজনীতি ছিল না। বিজেপি গুজরাট থেকে নিয়ে এসেছে। আমি যেমন শ্রী চৈতন্যের ভক্ত। ওই কথায় রয়েছে না, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না… মারামারি আমার কোনওদিনই পছন্দ নয়।” 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

On July 31, Mamata held a meeting with all the puja committees of Kolkata. Read Next

৩১ জুলাই কলকাতার সব পুজো ...