বিজেপিকে একবার সুযোগ দিলে বাংলায় বিকাশ হবে
বিজেপিকে একবার সুযোগ দিলে বাংলায় বিকাশ হবে। ঠিক এমনই গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে। কিন্তু তার আগে এই রাজ্য থেকে সরাতে হবে তৃণমূলকে।
এ দিন মোদী বলেন, “বিকশিত বাংলা, মোদীর গ্যারান্টি। বিকশিত বাংলা, বিজেপির সংকল্প। বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে।” তিনি এও বলেছেন, “বিকশিত ভারতের জন্য বাংলার অনেক বড় ভূমিকা হবে। তাই বিজেপি আপনাদের আশীর্বাদ চাইছে। অসমে দেখুন, অনেক বছর পর বিজেপি সুযোগ পেয়েছে। অসমে উন্নয়ন চলছে। ত্রিপুরাতেও একই ছবি। উন্নয়ন হচ্ছে সেখানেও।”
মোদী বলেন, “ওড়িশাতেও বিজেপি সরকার। দেখবেন, খুব জলদি দেশের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল রাজ্য হয়ে উঠবে। আপনারা একবার, বিজেপিকে সুযোগ দিন এখানে। এমন সরকার বানাবো, যাঁরা ইমানদার, কামদার ও দমদার হবে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “এখানকার তৃণমূল সরকার বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে রয়েছে। যেদিন এই সরকার বাংলায় পতন হবে, সেদিন থেকে বাংলায় উন্নয়নের নতুন গতি পাবে।”