You will be redirected to an external website

২০ লক্ষ ইট, দানবাক্সে কোটি কোটি টাকা! হুমায়ুন তাঁর মসজিদের জন্য এখনও অবধি কী কী পেলেন?

'Humayun Kabir (Humayun Kabir News) became an MLA from Bharatpur assembly constituency in 2012 on a Trinamool ticket.

২০ লক্ষ ইট, দানবাক্সে কোটি কোটি টাকা

'২১ সালে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন হুমায়ুন কবীর (Humayun Kabir News)। বিধানসভা ভোটের বেশ কিছু দিন পর থেকেই তিনি এমন বাঁকা বাঁকা মন্তব্য করতে শুরু করেন যে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলকে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করতে হয়েছিল। তারপর শোকজ। যদিও হুমায়ুন বদলাননি! শেষে সাসপেন্ড হয়ে দিন কয়েক আগে সেই তিনিই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল গড়েছেন। তারও আগে ঘোষণা করেছিলেন, ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসের দিনই বেলডাঙায় ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস করবেন। কথা মতো তা হয়েও গিয়েছে ইতিমধ্যেই। জোর কদমে কাজও চলছে।

অনেকেরই মনে থাকবে, শিলান্যাসের দিন মরাদিঘি মোড়ের কাছে প্রায় ২৫ বিঘা জায়গা জুড়ে বিশাল মঞ্চ নির্মাণ হয়েছিল। যার দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮০ ফুট। প্রায় চারশো অতিথির বসার ব্যবস্থা ছিল সেখানে। মঞ্চ নির্মাণেই নাকি খরচ হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকা। শুধু খাওয়াদাওয়াতেই ব্যয় ধরা হয় প্রায় ৩০ লক্ষ।

শুধু তাই নয়, অনুষ্ঠানের জন্য বিশাল আয়োজন হয়েছিল ওইদিন। প্রায় ৪০ হাজার অতিথির জন্য বিরিয়ানি প্রস্তুত করার বরাত দেওয়া হয় মুর্শিদাবাদের (Murshidabad) সাত সাতটি কেটারিং সংস্থাকে। লোকও গিজগিজ করছিল গোটা মাঠ জুড়ে।

হুমায়ুনের এই মসজিদকে নিয়ে এখনও কম হইচই নেই। যে হারে মানুষ তাঁকে অনুদানে ভরিয়ে দিচ্ছেন, তাতে হিসেবের নাগাল পাওয়া দায়। দ্য ওয়ালকে ভরতপুরের বিধায়ক জানালেন, "এখনও অবধি একেরপর এক দানবাক্স গোনার পর টাকার অঙ্ক ৩ কোটি পেরিয়ে গিয়েছে।" নগদ ছাড়াও মসজিদের খরচ তুলতে অনলাইন, স্ক্যানার বা ব্যাঙ্ক ট্রান্সফারের ব্যবস্থা করেছিলেন আলাদা। সেখানে এখনও অবধি জমা চার কোটি জমা পড়েছে গেছে।

হুমায়ুন জানালেন, ১৫-২০ লক্ষ ইট থেকে শুরু করে মসজিদ নির্মাণে যা যা দরকার, তার আনুমানিক খরচ বাবদ দু' কোটির বেশি পেয়েছেন তিনি। অর্থাৎ কবীরবাবু তাঁর মসজিদের জন্য ইতিমধ্যেই প্রায় ১০ কোটির মতো অনুদান পেয়ে গিয়েছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Union Home Minister Amit Shah arrived in West Bengal on a three-day visit. After completing his Assam programme, he reached Dumdum Airport at 7:30 pm on Monday. Read Next

কর্মসূচিতে একগুচ্ছ বৈঠক...