দিলীপ ঘোষ ও দেব
বঙ্গ বিজেপির চর্চিত চরিত্র দিলীপ ঘোষ। দিল্লি থেকে ঘুরে আসার পর বিজেপির রাজ্য সংগঠনের কথায় কান না দিয়ে নিজের মত কর্মসূচী শুরু করেছন বিজেপির প্রক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেব-কে দরাজ সার্টিফিকেট দিয়ে খোঁচা দিলেন দিলীপ ঘোষ।
২১ জুলাই রাজ্যজুড়ে মেগা জুলাই পালিত হয়েছে। শাসক, বিরোধী কর্মসূচীতে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গ রাজনৈতিকভাবে সরগরম হয়েছিল। পাশাপাশি নিজের একক কর্মসূচীর ডাক দিয়েছিলেন দিলীপ ঘোষ। নিজের মাটি খড়গপুরে ছিল দিলীপ ঘোষের ডাকা বিজেপির স্মরণ দিবশ। জানা গেছে সেখানেই রয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তাঁকে সাংবাদিকরা দেবের প্রসঙ্গ তুললে, খোঁচা দিয়ে দিলীপ বললেন, "মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী?” প্রশ্ন তুললেন, "কার চাপে দেব এখনও রাজনীতি করছে?”
প্রসঙ্গত, স্কটল্যান্ডে নিজের শুটিং-এ ব্যস্ত ছিলেন তারকা সাংসদ দেব। তবে দলনেত্রীর কথা মেনে যোগ দিয়েছিলেন শহিদ সভায়। কিন্তু যাননি ঘাটালের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে। এই প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন, "উনি প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে দেব এখনও রাজনীতিস করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতে চায়নি। জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।”
এদিকে রাজ্যসরকারের সহযোগীতায় ইতিমধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যানে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে নিয়ে দিলীপ ঘোষের এমন মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে কি সরাসরি দেবকে বিজেপি-তে যোগ দেওয়ার আহ্বান জানালেন দিলীপ ঘোষ উঠছে সেই প্রশ্ন।