কর্নাটকে আরএসএসকে নিষিদ্ধ করার দাবি প্রিয়াঙ্ক খাড়গের! কী বললেন মোহন ভাগবত?
কী বললেন মোহন ভাগবত?
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে নিষিদ্ধ করার দাবি উঠেছে কংগ্রেস শাসিত কর্নাটকে। শতবর্ষ প্রাচীন এই সংগঠনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে। চিঠিতে তিনি রাজ্যে এই সংগঠনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে মুখ খুললেন সংঘ প্রধান মোহন ভাগবত।
আরএসএসের শতবর্ষ উপলক্ষে রবিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাগবত। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সমালোচনা আমাদের আরও বিখ্যাত করে তুলেছে। কর্নাটকে আমরা তা দেখেছি। যারা সমালোচনা করছেন, তাদের বলব আপনারা আরও প্রশ্ন করুন।” তিনি আরও বলেন, “সব প্রশ্নের উত্তর দেওয়ার আমাদের প্রয়োজন নেই। আমাদের আরও অনেক কাজ কাজ রয়েছে। সবার প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করতে পারব না।”
এর আগে বহু কংগ্রেস নেতা একাধিকবার প্রশ্ন তুলেছিলেন, আরএসএস কেন নিবন্ধিত নয়? এদিন সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন ভাগবত। তিনি বলেন, “১৯২৫ সালে যাত্রা শুরু করেছিল সংঘ। তখন ছিল ব্রিটিশ শাসন। তাই নিবন্ধনের কোনও প্রশ্নই ওঠে না।” তিনি আরও বলেন, “স্বাধীন ভারতে নিবন্ধন বাধ্যতামূলক নয়। ব্যক্তি সমষ্টিকেও আইনি স্বীকৃতি দেওয়া হয়। আমরা ব্যক্তি সমষ্টি হিসাবে শ্রেণিবদ্ধ এবং একটি স্বীকৃত সংগঠন।” তাঁর সংযোজন, “আরএসএস-কে তিন বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। প্রত্যেকবার আদালত সেই নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে। সংসদে আরএসএস-এর পক্ষে এবং বিপক্ষে বহু কথা হয়েছে।” ভাগবতের দাবি, আরএসএস আইনত একটি সংগঠন এবং তারা সংবিধানবিরোধী নয়। হিন্দু ধর্মের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, “অনেক জিনিস রয়েছে যা নিবন্ধিত নয়। এমনকী হিন্দু ধর্মও নিবন্ধিত নয়।”