হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন, স্পষ্ট করে জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর |
২ বছর পর রবিবার ফের ব্রিগেডে গীতাপাঠ, পাঁচ লক্ষের সমবেত কণ্ঠ শুনতে বিজেপির কারা কারা থাকছেন
২ বছর পর রবিবার ফের ব্রিগেডে গীতাপাঠ
২০২৩ সালের ডিসেম্বর মাসে গীতাপাঠ (Gita Chanting) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ব্রিগেডে (Brigade)। ঠিক ২ বছর পর আবার সেই জায়গায় একই অনুষ্ঠানের আয়োজন। এবার ৫ লক্ষ কণ্ঠে একসঙ্গে শোনা যাবে গীতা, এমনই দাবি করেছে আয়োজকরা।
‘সনাতন সংস্কৃতি সংসদ’ রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ইতিমধ্যেই ব্রিগেড মাঠে তৈরি হয়েছে তিনটি বিশাল মঞ্চ। মূল মঞ্চে থাকবেন সর্বভারতীয় পরিচিত সাধুসন্তেরা, পাশের দুটি মঞ্চে স্থান পাবেন রাজ্যের সাধুসন্তরা। সামনে বানানো হয়েছে ছোট সাংস্কৃতিক মঞ্চ, যেখান থেকে তিনটি গান দিয়ে সূচনা হবে রবিবারের অনুষ্ঠানের।
রাজ্য বিজেপির প্রথম সারির নেতানেত্রীদেরও (BJP Leader) এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্রের খবর, দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) সহ বেশ কয়েকজন নেতা রবিবার ব্রিগেডে আসছেন। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যোগদান করবেন কিনা, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।
এই অনুষ্ঠান নিয়ে শুক্রবারই সাংবাদিক বৈঠক করে কার্তিক মহারাজ (Kartik Maharaj) জানিয়েছিলেন, এই আয়োজনের উদ্দেশ্য ধর্মীয় ও সামাজিক, রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ (West Bengal) বহু যুগ ধরে আধ্যাত্মিকতার কেন্দ্র। মঠ, আশ্রম, সাংস্কৃতিক সংগঠন - সবাই মিলে এক মঞ্চে আসবে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) আমন্ত্রণ জানানো হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু কাউকেই এই মঞ্চে দেখা যাবে না।
আসলে রাজ্যপাল দিল্লিতে রয়েছেন তাই তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে রাজভবন (Rajbhavan) সূত্রে খবর। অন্যদিকে, মুখ্যমন্ত্রীও যে থাকবেন, এমন কোনও তথ্যই মেলেনি। উল্লেখ্য, গতবারের অনুষ্ঠানেও ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সমাবেশের সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, সম্মানীয় অতিথি বাবা রামদেব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী।
সমাবেশকে কেন্দ্র করে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। আয়োজকদের দাবি, বিপুল ভিড় সামলাতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রিগেডের কেন্দ্রস্থলে তৈরি হচ্ছে মূল মঞ্চ - যেখান থেকে পাঁচ লক্ষ মানুষের সম্মিলিত কণ্ঠে উঠবে গীতার মন্ত্রপাঠ।