You will be redirected to an external website

বড় পর্দায় নিজের চরিত্রে কাকে দেখতে চান শুভাংশু শুক্লা? বায়োপিকের জন্য বেছে নিলেন পছন্দ

Shubhanshu Shukla, a boy from a simple home in Lucknow, is today an inspiration for the whole of India.

বড় পর্দায় নিজের চরিত্রে কাকে দেখতে চান শুভাংশু শুক্লা?

শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla), লখনউয়ের এক সাধারণ ঘরের ছেলে আজ গোটা ভারতের জন্য অনুপ্রেরণা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়া প্রথম এবং রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে থেকেছেন। ১৮ দিন কাটিয়ে সফল অবতরণ করেছিলেন পৃথিবীর বুকে। এরপর থেকে তাঁর একটাই লক্ষ্য ভারতীয়দের মধ্যে মহাকাশ নিয়ে আগ্রহ ও অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়া। শুভাংশু শুক্লাকে (Shubhanshu Shukla) নিয়ে যদি বায়োপিক হয়। তবে তিনি কাকে সেই চরিত্রে দেখতে চান বড় পর্দায়, সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সেই অভিনেতার নাম জানালেন নিজেই।

পুরস্কার গ্রহণের পর শুভাংশু শুক্লাকে (Shubhanshu Shukla) প্রশ্ন করা হয়, মহাকাশে যাওয়ার পর তাঁর ভাবনায় কোনও দার্শনিক পরিবর্তন এসেছে কি না। উত্তরে তিনি জানান, এই পরিবর্তন একেবারেই স্বাভাবিক। বিষয়টি বোঝাতে তিনি একটি সহজ উদাহরণ দেন। তাঁর কথায়, ছোটবেলায় একজন মানুষের পরিচয় গড়ে ওঠে পরিবারকে ঘিরে। বাড়ি, বাবা-মা, ভাইবোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেই পরিচয়। সময়ের সঙ্গে স্কুল, কলেজে পড়তে গিয়ে সেই পরিচয়ের পরিধি আরও বড় হয়।

তিনি বলেন, মানুষ যখন নিজের শহর ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যায়, তখন তার পরিচয়ের পরিধি আরও বড় হয়। আর কেউ যখন দেশের বাইরে কাজ করে, তখন সে গোটা দেশের প্রতিনিধিত্ব করে। শুভাংশুর কথায়, মহাকাশে যাওয়ার পর এই ভাবনা আরও বদলে যায়। পৃথিবীর বাইরে গেলে পরিচয়ের কেন্দ্র আর কোনও দেশ নয়, পুরো পৃথিবীটাই হয়ে ওঠে।

তাঁর কথায়, এই অনুভূতিকে কেউ দার্শনিক বা আধ্যাত্মিক বলতে পারেন। "মহাকাশ থেকে পৃথিবীকে দেখার এই অভিজ্ঞতাকে ‘ওভারভিউ এফেক্ট’ বলা হয়। এটি এমন এক জায়গা, যেখানে মানুষ নিজের গ্রহকে একেবারে অন্যভাবে দেখতে শেখে," নিজের বক্তব্যে একথা উল্লেখ করে শুভাংশু।

অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় মুহূর্ত ছিল অভিনেতা ভিকি কৌশলের (Bollywood Actor Vicky Kaushal) সঙ্গে শুভাংশু শুক্লার মজার কথোপকথন। ওই সন্ধ্যায় ভিকি কৌশল ‘ছাভা’ ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয়ের জন্য ‘অ্যাক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।

মঞ্চে ভিকিকে (Vicky Kaushal) জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে কোন চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী। অভিনেতা জানান, তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অমল মুজুমদারের চরিত্রে অভিনয় করতে চান। এরপরই হালকা হাসির সঙ্গে তিনি বলেন, শুভাংশু শুক্লার চরিত্রেও অভিনয় করতে তাঁর আগ্রহ আছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Babri Masjid has once again become an issue of state and national politics. Read Next

মুর্শিদাবাদে হুমায়ুনে...