You will be redirected to an external website

SIR: সবচেয়ে নীচে রয়েছে বাংলা, SIR এ BLA দিতে কেন অনিহা বাংলার সব রাজনৈতিক দলের?

In the all-party meeting on SIR, most of the political parties expressed their reluctance about agents.

SIR এ BLA দিতে কেন অনিহা বাংলার সব রাজনৈতিক দলের?

SIR নিয়ে সর্বদলীয় বৈঠকে অধিকাংশ রাজনৈতিক এজেন্ট নিয়ে অনিহা প্রকাশ করেছে। তৃণমূলের আশঙ্কা, তাতে ফাঁস হতে পারে এজেন্টদের তালিকা। একই আশঙ্কা প্রকাশ বিজেপিরও। এজেন্টদের নিয়ে আশঙ্কা ভাবাচ্ছে কমিশনকেও। দেশের মধ্যে সবচেয়ে কম BLA দিল বাংলা। বৃহস্পতিবার সিইও দফতর থেকে ফের ERO-দের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি রাজনৈতিক দলকে আরেকবার অনুরোধ করা যাতে এজেন্ট দেন তাঁরা।

কিন্তু কেন কম এজেন্ট? শাসক দলও কি ভয় পাচ্ছে BLA দিতে? সিপিএমের দাবি, SIR শুরু হলে রাজ্যের ৬০ শতাংশ বুথে তারা এজেন্ট দিতে পারবেন। অন্যদিকে বিজেপির দাবি, তারা সব বুথেই এজেন্ট দিতে পারবে। কিন্তু শাসকদলের অনিহা কেন প্রশ্নে সর্বদলীয় বৈঠকে বিজেপির শিশির বাজোরিয়া, তৃণমূলের অরূপ বিশ্বাসের বক্তব্য খানিকটা একইরকম।

তবে অন্যান্য রাজ্যের তুলনায় এখনও সবচেয়ে নীচে রয়েছে রাজ্যের অবস্থান। অনেকের ধারণা আসলে শুরুতে না দিলেও ৩ নভেম্বর সব রাজনৈতিক দলই তাদের বিএলএ দের তালিকা দিয়ে দেবে।

অবশ্য থেকেই বাংলায় বিএলও-দের ওপর চাপ তৈরি করার অভিযোগ উঠছিল। BLO-দের কাজ হল, তাঁরা প্রত্যেকের বাড়ি যাবেন,  তাঁরা এনুমেরেশন ফর্ম দেবেন। অভিযোগ,  তার আগে থেকেই তাঁদেরকে বলা হচ্ছে, আধার কার্ড রয়েছে, আধারের ওপর ভিত্তি করে যেভাবেই হোক, তাঁদের নাম তুলে দিতে হবে। বহু BLO- এই নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের একাংশকে ভয় দেখাতে বন্দুকও দেখানো হয়েছে বলে অভিযোগ। আবার কোনও ক্ষেত্রে প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ।

BLO-দের নিরাপত্তার জন্য কমিশনের তরফ থেকে কি কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কিনা, সে প্রশ্নের উত্তরে CEC জ্ঞানেশ কুমার  জানিয়ে দিয়েছেন, “আশা করব, এরকম ধরনের কোনও ঘটনা ঘটনা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন পদক্ষেপ করবে। আমার মনে হয় না এমন কোনও পরিস্থিতি তৈরি হবে, যেখানে কমিশনকে হস্তক্ষেপ করতে হবে।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Prime Minister Narendra Modi raised several issues on the 150th birth anniversary of people from Maoists to Netaji Subhas Chandra Bose and Sardar Vallabhbhai Patel. National Unity Day is being celebrated across the country on Friday. Read Next

‘নেতাজিকেও রেহাই দেয়নি…...