সবজির মোড়কে শীতের জাদু, বাঁধাকপি-ফুলকপির রোলে মন ভাল করা স্ন্যাক্স |
কেন যুবভারতী থেকে মাত্র ২৩ মিনিটে বেরিয়ে গেলেন মেসি? কী ঘটেছিল স্টেডিয়ামে?
কেন যুবভারতী থেকে মাত্র ২৩ মিনিটে বেরিয়ে গেলেন মেসি?
শনিবার কলকাতা পর্বে লিওনেল মেসির (Lionel Messi) উপস্থিতি নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) সবচেয়ে বড় ভিড় জমেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। স্টেডিয়ামে ঢুকে মাত্র ২৩ মিনিটের মধ্যেই বেরিয়ে যান আর্জেন্তিনীয় মহাতারকা (Lionel Messi GOAT Tour)। স্বাভাবিকভাবেই প্রশ্ন—কেন এত দ্রুত চলে গেলেন মেসি (Lionel Messi in Kolkata)?
এদিন সকালেই মেসি কলকাতায় পৌঁছন (GOAT Tour India)। হোটেলে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে সাক্ষাৎ, ৭০ ফুটের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধনের পর নির্ধারিত সূচি অনুযায়ী যুবভারতী ক্রীড়াঙ্গনে যান তিনি। পরিকল্পনা ছিল, মাঠে নেমে স্টেডিয়ামের চারদিকে একবার পরিক্রমা করবেন, দর্শকদের অভিবাদন জানাবেন। কিন্তু সেই প্ল্যান বাস্তবায়িত হয়নি।
স্টেডিয়ামে ঢোকার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। গ্যালারিতে বসে থাকা দর্শকদের একাংশ হঠাৎই মাঠে নামতে শুরু করেন। নিরাপত্তা বলয় ভেঙে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজক ও নিরাপত্তারক্ষীদের। মাঠের ভিতরে ভিড় বাড়তে থাকায় মেসির সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ঠিক সেই সময়েই উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ দর্শকদের একাংশ মাঠের দিকে বোতল ও চেয়ার ছুড়তে শুরু করেন। ‘গোট ট্যুর’-এর প্রচার সংক্রান্ত পোস্টার ছিঁড়ে ফেলা হয়। গোলপোস্ট ভাঙার চেষ্টাও হয় বলে অভিযোগ। গ্যালারি কার্যত ফাঁকা হয়ে যায়, সবাই মাঠে ঢুকে পড়ে।
এই অবস্থায় নিরাপত্তা সংস্থার তরফে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। মেসিকে আর মাঠে রাখা নিরাপদ নয়—বিবেচনার পর তাঁকে তৎক্ষণাৎ স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ স্টেডিয়ামে ঢুকেছিলেন মেসি। মিনিট দশেকের মধ্যেই গাড়িতে তুলে সরিয়ে দেওয়া হয়।
সবচেয়ে বড় ক্ষোভ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। অনেকেই অভিযোগ করেছেন, ৫ হাজার থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে তাঁরা মেসিকে চোখে দেখার সুযোগই পেলেন না। দূর থেকে এক ঝলকও দেখা যায়নি বলে দাবি বহু সমর্থকের। তাই হতাশা, ক্ষোভ আর উত্তেজনা—সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়।
সংক্ষেপে বললে, কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। যুবভারতী থেকে মেসির দ্রুত প্রস্থান ছিল সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণেই। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং উত্তেজিত দর্শকদের আচরণই শেষমেশ ২৩ মিনিটের অকাল বিদায় ঘনিয়ে আনল।