You will be redirected to an external website

প্রাণভরে রসগোল্লা, রসমালাই খান, পুজো কাটান আনন্দে, কেন বললেন নির্মলা সীতারামন?

Eat as much rasgolla as you want during Puja, sell it. Union Finance Minister Nirmala Sitharaman jokingly told Bengalis

পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন

পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন। বাঙালিকে মজা করে বললেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুধ, পনির, দইয়ের জিএসটি ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্যে আনা হয়েছে। পনির শব্দটি বলে একগাল হাসলেন নির্মলা। বললেন, পনির। বেঙ্গল! পনির থেকে সমস্ত কর তুলে নেওয়া হয়েছে। পুজো শুরু করুন আনন্দে, হাসিমুখে। যত খুশি রসমালাই আর রসগোল্লা খান। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানের জটিল অর্থনীতির ঘোরপ্যাঁচের মধ্যেও হালকা মেজাজে বাংলার মানুষকে জিএসটির উপহার ব্যাখ্যা করেন সীতারামন। 

পুজোর মুখে বাংলার মানুষকে কেনাকাটায় বিশাল সুবিধা দেওয়ার জন্যই পিতৃপক্ষের শেষে মহালয়া কেটে গেলেই দেশজুড়ে পরবর্তী প্রজন্মের জিএসটি চালু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারেই এই দিনটিকে অর্থাৎ নবরাত্রির সূচনায় জিএসটি চালু হচ্ছে। ফলে বাংলার নবপ্রজন্মের ছেলেমেয়েরা নিজের ইচ্ছেমতো কেনাকাটা করতে পারবে। উনডো শপিংয়ে নিজেদের বদ্ধ না রেখে প্রাণ খুলে পছন্দের জিনিস কিনতে পারবে। বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে নেক্সট জেন জিএসটি শীর্ষক এক আলোচনাসভায় একথা বলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এদিন নির্মলা দ্বিতীয় প্রজন্মের জিএসটির সুবিধা বোঝাতে বলেন, এটি চালু করার অনেক দিন ভাবা হয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী পিতৃপক্ষের জন্য দিন পিছিয়ে দেন। আমরা ঠিক করি, বাংলার তথা দেশের সর্ববৃহৎ উৎসব পুজোর আগেই চালু করা হবে নেক্সট জেন জিএসটি। যাতে মাত্র দুটি স্তরের জিএসটির পুরোপুরি সুবিধা তুলতে পারেন বাংলা সহ সাধারণ মানুষ। পাওয়ার পাওয়ার পয়েন্ট প্রজেক্টের মাধ্যমে তিনি স্তরে স্তরে বুঝিয়ে দেন কেন্দ্রের পদক্ষেপের দিকগুলি।

পরবর্তী প্রজন্মের জিএসটিতে বাংলার বিশেষভাবে লাভ হবে বলে ব্যাখ্যা করেন নির্মলা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহ বাংলার শান্তিনিকেতনের চর্মশিল্প বিশেষভাবে লাভবান হবে বলে জানান সীতারামন। বাঁকুড়ার টেরাকোটা ও মৃৎশিল্প সামগ্রীর দাম ৫ শতাংশ স্তরে নামিয়ে আনা হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ছৌ মুখোশ, দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডীর ক্ষুদ্রশিল্প, বর্ধমানের হস্তকলাশিল্প অর্থাৎ শোলার কারিগরদের সামগ্রী ৫ শতাংশ, নকশিকাঁথার শিল্পীরা, মালদহের আম, দার্জিলিংয়ের চা শিল্প, চটের ব্যাগ, হোসিয়ারি ও রেডিমেড পোশাক শিল্পও এই জিএসটির ফলে লাভবান হবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Kangana said, Read Next

হিমাচলে বন্যাদুর্গতদের ...