You will be redirected to an external website

সোমেই ঘোষণা হবে SIR? সাংবাদিক বৈঠক ডাকল কমিশন

The Election Commission has called a press conference at Vigyan Bhavan in New Delhi at 4:15 pm on Monday.

সোমেই ঘোষণা হবে SIR?

সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। কিন্তু, কেন সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। সাংবাদিক বৈঠকেই কমিশন বাংলায় এসআইআর শুরুর ঘোষণা করবে কি না, তা নিয়ে জল্পনা বেড়েছে।

বিহারে এসআইআর সম্পূর্ণ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গেও ভোটের আগে এসআইআর হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলায় ভোটের আগে এসআইআর হবে।

বাংলায় যে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে, কমিশন তার ইঙ্গিতও দিয়েছে একাধিকবার। জেলায় জেলায় ‘ম্যাপিংয়ের’ কাজ শেষ হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাপিংয়ের ফলে এসআইআর করার ক্ষেত্রে সুবিধা হবে কমিশনের।

পশ্চিমবঙ্গে আর মাস সাতেক পর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ওই একই সময়ে নির্বাচন হওয়ার কথা তামিলনাড়ুতে। ২ দিন আগে মাদ্রাজ হাইকোর্টে কমিশন জানিয়েছে, এক সপ্তাহ বা তার আশপাশে তামিলনাড়ুতে এসআইআর শুরু করা হবে। দেশব্যাপী এসআইআরের অংশ হিসেবেই তামিলনাড়ুতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া হবে বলে কমিশন জানিয়েছে। তবে তারা আর কোনও রাজ্যের নাম নেয়নি। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে এসআইআর সম্পূর্ণ করতে হলে তামিলনাড়ুর সঙ্গে বাংলাতেও এসআইআর শুরু করতে হবে।

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ছাড়াও অসম, কেরল ও পুদুচেরিতে পরের বছর নির্বাচন হবে। ফলে আগামিকাল চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কমিশন এসআইআর শুরুর ঘোষণা করবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Prime Minister Narendra Modi highlighted Bengali identity in his 'Mann Ki Baat' programme. He highlighted the words of 'Vande Mataram'. Read Next

‘মন কি বাত’ থেকে বাঙালি অ...