পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গা ঢাকা দিয়েছে শীত
বাংলায় শীত পড়েছে, তবে জাঁকিয়ে নয়। ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় শীতের ধার অনেকটাই কমে যাচ্ছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ- সব জায়গাতেই আপাতত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি (Weather Update of Bengal)। আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভোরের দিকে হালকা কুয়াশা আর দিনের বেলায় পরিষ্কার আকাশ দেখা যাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীর এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এর পাশাপাশি আগামী ১৭ ডিসেম্বর নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে এর সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কম।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকলেও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নীচে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
উপকূলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মোটের উপর শীতের আমেজ থাকবে, তবে কাঁপুনি দেওয়া ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেক কম। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও (North Bengal) শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। খুব ভোরে পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি এবং মালদা ও সংলগ্ন এলাকায় ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে।
কলকাতায় (Kolkata Weather Forecast) আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় তেমন হেরফের হবে না। আকাশ থাকবে পরিষ্কার, সকালে সামান্য কুয়াশা দেখা যেতে পারে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৯০ শতাংশের মধ্যে।